দেশে মোট
করোনা আক্রান্ত ১১১৬০১
সুস্থ ৪৫২১৬
মৃত ৩৪২৬
দেশে ৩৩ টি রাজ্য করোনা আক্রান্ত। আজ নতুন আক্রান্ত হয়েছেন ৫১২০ জন। সুস্থ হয়েছেন ২৯০৭ জন। মৃত্যু হয়েছে ১২৪ জনের।
রাজ্য অনুযায়ী আক্রান্ত আলাদা এবং মৃত্যু বন্ধনীতে
মহারাষ্ট্র ৩৯২৯৭ (১৩৯০)
তামিলনাড়ু ১৩১৯১ (৮৮)
গুজরাট ১২৫৩৯ (৭৪৯)
দিল্লি ১১০৮৮ (১৭৬)
রাজস্থান ৫৯৫২ (১৪৩)
মধ্যপ্রদেশ ৫৭৩৫ (২৬৭)
উত্তর প্রদেশ ৪৯২৬ (১২৩)
পশ্চিমবঙ্গ ৩১০৩ (২৫৩)
অন্ধ্র প্রদেশ ২৫৬০ (৫৩)
পাঞ্জাব ২০০৫ (৩৮)
তেলেঙ্গানা ১৬৬১ (৩৮)
বিহার ১৫৭৯ (৯)
কর্ণাটক ১৪৬২ (৪১)
জম্মু-কাশ্মীর ১৩৯০ (১৮)
সফররত শ্রমিক ১০৯৬ (০)
ওড়িশা ১০৫২ (৬)
হরিয়ানা ৯৯৩ (১৪)
কেরালা ৬৬৭ (৪)
ঝাড়খন্ড ২৪৮ (৩)
চণ্ডীগড় ২০২ (৩)
ত্রিপুরা ১৭৩ (০)
অসম ১৭১ (৪)
উত্তরাখন্ড ১২২ (১)
হিমাচল প্রদেশ ১০৪ (৪)
ছত্তীশগড় ১০০ (০)
গোয়া ৫০ (০)
লাদাখ ৪৩ (০)
আন্দামান-নিকোবর ৩৩ (০)
পুদুচেরী ২৩ (০)
মনিপুর ২০ (০)
মেঘালয় ১৩ (১)
মিজোরাম ১ (০)
অরুণাচল প্রদেশ ১ (০)
দাদরা নগরহাভেলী ১ (০)
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584