Operation Devi Shakti: আফগানিস্তান থেকে ভারতীয়দের ফিরিয়ে আনার নতুন নামকরণ

0
108

ওয়েব ডেস্ক, নিউজ ফ্রন্টঃ

আফগানিস্তান থেকে ভারতীয়দের দেশে ফিরিয়ে আনার যে প্রক্রিয়া চলছে তার নামকরণ করা হল, ‘অপারেশন দেবী শক্তি’। টুইট করে একথা জানালেন কেন্দ্রীয় বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। টুইটে তিনি লেখেন, ‘অপারেশন দেবী শক্তি চলছে। এখনও পর্যন্ত ৭৮ জনকে কাবুল থেকে ভারতে ফিরিয়ে আনা হয়েছে।‘

Afganistan to India
সৌজন্যেঃ এএনআই

মনে করা হচ্ছে দেবী দুর্গার নাম অনুসরণ করে এয়ারলিফ্ট অপারেশনটির নামকরণ করা হয়েছে ‘অপারেশন দেবী শক্তি’। উল্লেখ্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেবী দুর্গার ভক্ত এবং নবরাত্রির উপবাসও করেন তিনি। আর কিছুদিন পরেই সুচনা হবে নবরাত্রির, তাই এইসব কিছু মাথায় রেখেই এয়ারলিফট অপারেশনের নাম দেওয়া হয়েছে ‘অপারেশন দেবী শক্তি’। আফগানিস্তান তালিবানদের দখলে যাওয়ার পরেই সেখানে থেকে ভারতীয়দের দেশে ফেরাতে উদ্যোগী হন প্রধানমন্ত্রী।

আরও পড়ুনঃ কৃষকদের আন্দোলনে রাস্তা অবরোধ যেন না হয়, দায়িত্ব নিতে হবে সরকারকেঃ শীর্ষ আদালত

উল্লেখ্য, আফগানিস্তান ইস্যুতে একটি সর্বদলীয় বৈঠকেরও ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একথাও গতকালই টুইট করে জানিয়েছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here