প্রথমবার ভারতে পুরুষদের থেকে মহিলাদের সংখ্যা বেশি, NFHS রিপোর্ট

0
135

শুভশ্রী মৈত্র, ওয়েব ডেস্কঃ

জাতীয় পরিবার এবং স্বাস্থ্য সমীক্ষায় উঠে এল বেশ কিছু আশাব্যঞ্জক তথ্য। সমীক্ষার রিপোর্টে প্রকাশ, ভারতে এই প্রথমবার পুরুষদের থেকে বেড়েছে মহিলার সংখ্যা। সমীক্ষায় জানা গিয়েছে ভারতে পুরুষ ও মহিলার অনুপাত এখন ১০০০: ১২০০, পাশাপাশি রিপোর্টে বলা হয়েছে দেশে আর জনবিস্ফোরণের সম্ভাবনা নেই এবং কমছে না জনসংখ্যার বয়সের পরিমাণ।

Birth rate
ছবি: এএফপি

জাতীয় পরিবার এবং স্বাস্থ্য সমীক্ষার পঞ্চম পর্যায়ের তথ্য প্রকাশিত হয়েছে গত বুধবার। সমীক্ষাটি ২০১৯ সাল থেকে ২০২১ সালের মধ্যে করা হয়েছিল। দেশের নির্দিষ্ট কিছু রাজ্যের ৭০৭ টি জেলার ৬৫০,০০০ সংখ্যক বাড়িতে এই সমীক্ষা করা হয়। অরুণাচল প্রদেশ, চণ্ডীগড়, ছত্তিশগড়, হরিয়ানা, ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ, দিল্লি, ওড়িশা, পুদুচেরি, পঞ্জাব, রাজস্থান, তামিলনাড়ু, উত্তরাখণ্ড এবং উত্তরপ্রদেশে এই সমীক্ষা করা হয়েছিল। তবে বৃহত্তর ক্ষেত্রে এই সমীক্ষার ফল প্রযোজ্য হবে কিনা তা স্পষ্ট হবে আদমশুমারীর পরে।

আরও পড়ুনঃ ‘নিউজ নেশন’ সম্প্রচারিত ধর্মীয় বিদ্বেষমূলক অনুষ্ঠানের বিরুদ্ধে কড়া নির্দেশ NBDSA-এর

উল্লেখ্য, ১৯৯০ সালে ভারতে পুরুষ ও মহিলার অনুপাত ছিল ১০০০: ৯২৭, ২০০৫-০৬ সালের জাতীয় পরিবার এবং স্বাস্থ্য সমীক্ষায় পুরুষ এবং মহিলার সংখ্যা সমান ছিল। কিন্তু ২০১৫-১৬ সালে জাতীয় পরিবার এবং স্বাস্থ্য সমীক্ষায় তা কিছুটা কমে গিয়েছিল। পুরুষ ও মহিলার অনুপাত ছিল ১০০০:৯৯১ । এবারই প্রথম অনুপাতের হিসেবে বাড়ল মহিলাদের সংখ্যা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here