নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
করোনার কবলে গোটা বিশ্ব। ক্রমশ বাড়ছে সংক্রমিতের সংখ্যা। বাড়ছে মৃতের সংখ্যাও। বিশ্বের মধ্যে সবথেকে দ্রুত হারে করোনাভাইরাসের সংক্রমণ বাড়ছে ভারতে। গত সপ্তাহে ২০ শতাংশ হারে বেড়েছে দেশে করোনায় আক্রান্তের সংখ্যা। সম্প্রতি ব্লুমবার্গের করোনা পরিসংখ্যানে এই উদ্বেগজনক তথ্য ধরা পড়েছে।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত ভারতে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪ লক্ষ ৮৩ হাজার ১৫৭ জন। তার মধ্যে শুধু রবিবার সকাল আটটা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ৪৯ হাজার ৯৩১ জন করোনা আক্রান্ত হয়েছেন। যা এখনও পর্যন্ত একদিনে সর্বোচ্চ।
আরও পড়ুনঃ ভারতের পাঁচ শহরে অক্সফোর্ডের ‘করোনা টিকা’ ট্রায়ালের সিদ্ধান্ত কেন্দ্রের
জুলাইয়ে ৮ লক্ষ ৪৯ হাজার ৯৬০ জন সংক্রমিতের হদিশ মিলেছে। যা মোট আক্রান্তের প্রায় ৬০ শতাংশ। তার মধ্যে ১৯ জুলাই সকাল আটটা থেকে ২৬ জুলাই সকাল আটটা পর্যন্ত নয়া করোনা আক্রান্তের সংখ্যা ৩ লক্ষ ৫৭ হাজার ৮৩৫। ব্লুমবার্গ জানিয়েছে, মোট আক্রান্তের নিরিখে ভারতের অনেকটা আগে রয়েছে আমেরিকা এবং ব্রাজিল। কিন্তু নয়া আক্রান্তের সংখ্যা বৃদ্ধির ক্ষেত্রে এগিয়ে আছে ভারত।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584