মোহনা বিশ্বাস, ওয়েব ডেস্কঃ
যতদিন যাচ্ছে একে একে দেশ ছাড়ছেন উদ্যোগপতিরা। গত সাত বছরে দেশ ছেড়েছেন ৩৫ হাজার উদ্যোগপতি। কিন্তু কেন? প্রশ্ন তুলে টুইট করেছেন পশ্চিমবঙ্গের অর্থমন্ত্রী অমিত মিত্র। মোদী সরকারের আমলে দেশীয় উদ্যোগপতিদের ঝাঁকে ঝাঁকে দেশত্যাগী হওয়ার পরিসংখ্যান তুলে ধরে বৃহস্পতিবার কেন্দ্রীয় সরকারকে তীব্র কটাক্ষ করেছেন তিনি। এনিয়ে প্রধানমন্ত্রীকে শ্বেতপত্র প্রকাশ করতে হবে বলেও দাবি জানিয়েছেন অমিতবাবু।
এদিন অমিত মিত্র তাঁর টুইটে মর্গ্যান স্ট্যানলি ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট সহ বিভিন্ন রিপোর্টের পরিসংখ্যান তুলে ধরেন। ২০১৪ থেকে ২০১৮ সাল পর্যন্ত দেশ ছেড়েছেন প্রায় ২৩ হাজার উদ্যোগপতি। দেশ ছাড়া উদ্যোগপতির সংখ্যায় বিশ্বে শীর্ষস্থানে রয়েছে ভারত। অমিত মিত্র-র দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, ২০১৯ সালে আরও সাত হাজার ও ২০২০ সালে পাঁচ হাজার জন উদ্যোগপতি ভিন দেশে পাড়ি দিয়েছেন। তাহলে কি মোদী জামানায় আতঙ্কের কারণেই এত উদ্যোগপতি দেশ ছাড়ছেন? প্রশ্ন অমিতবাবুর।
Sources of above Data : 1) In 2014-2018, 23,000 High Net worth entrepreneurs left India ( Morgan Stanley study) Worst in the World. 2) 7,000 left India in 2019 (AfrAsia Bank).
3) 5,000 left India in 2020.(GWM Review)— Dr Amit Mitra (@DrAmitMitra) October 21, 2021
দেশ ছেড়েছেন এমন উদ্যোগপতিদের পরিসংখ্যানের রিপোর্ট তুলে ধরে টুইটারে ক্ষোভ প্রকাশ করেছেন অমিত মিত্র। তিনি টুইটে বলেন, “মোদী জামানায় ২০১৪ থেকে ২০২০ সালের মধ্যে প্রায় ৩৫ হাজার বিত্তবান উদ্যোগপতি দেশ ছেড়ে বিদেশে চলে গেছেন। বিত্তবানদের এই দেশ ছাড়ার তালিকায় বিশ্বে ভারতের স্থান সবার উপরে থাকার কারণ কী? তবে কি উদ্যোগপতিরা আতঙ্কে দেশ ছাড়ছেন? তাঁর শাসনকালে কেন দলে দলে ভারতীয় উদ্যোগপতিরা দেশ ছাড়ছেন, তার ব্যাখ্যা দিয়ে সংসদে শ্বেতপত্র প্রকাশ করুক প্রধানমন্ত্রী।”
Recall 19 minutes of TIRADE against Indian business by Piyush Goel, reportedly saying business practices of INDIAN INDUSTRY WENT AGAINST NATIONAL INTEREST – short of calling them ANTI-NATIONAL. Breeds ‘fear psychosis’, motivating EXODUS ? But,PM did not rebuke Goel. Why?
— Dr Amit Mitra (@DrAmitMitra) October 21, 2021
আরও পড়ুনঃ ১০০ কোটি টিকাকরণ সম্পূর্ণ করে সবার প্রশ্নের যোগ্য জবাব দিয়েছে ভারত: মোদী
প্রত্যক্ষভাবে টুইটে বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েলের বিরুদ্ধে শিল্পর্তাদের ভর্ৎসনা করার অভিযোগ না আনলেও অমিতবাবু পরোক্ষভাবে বাণিজ্যমন্ত্রীর বিরুদ্ধে এই অভিযোগ এনেছেন। বলেছেন, সংবাদমাধ্যমসূত্রে জানা গিয়েছে ১৯ মিনিটের বক্তব্যে পীযূষ গোয়েল নাকি ভারতীয় শিল্প মহলকে ‘দেশবিরোধী’-র তকমা দিয়েছিলেন। কিন্তু কেন? তাহলে কি তারা দেশের স্বার্থ বিরুদ্ধ কাজ করছেন? আর প্রধানমন্ত্রীও এবিষয়ে তাঁকে কিছুই বলেননি। কেন? সেই আতঙ্কই কি দেশ ছাড়ায় উৎসাহ দিচ্ছে উদ্যোগপতিদের? বারবার এই প্রশ্ন তুলছেন অমিত মিত্র।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584