কবির হোসেন, স্পোর্টস ডেস্কঃ
ফিফা ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে দু’ধাপ পিছিয়ে গেল ভারত। সম্প্রতি ভারতের পারফরম্যান্স ভিত্তিতে ১০৭ থেকে ১০৯-এ নেমে গেল। ভারত ছাড়া দক্ষিণ এশিয়ার বেশির ভাগ দেশের তালিকাতে ফের বদল হয়েছে। বাংলাদেশ একধাপ পিছিয়ে ১৮৯, শ্রীলঙ্কা ২০৫ ,নেপাল ১৬৮ ও মালদ্বীপ ১৫৮ নম্বরে ধাপে রয়েছে।
🇧🇪 Belgium's reign continues 🔝
🏴 England leapfrog France 🥉
🇱🇾 Libya the biggest climbers 🧗♂️🌍 See where your team sit on the latest #FIFARanking 👇https://t.co/7e71hRgHpf pic.twitter.com/zMpbbBh3zB
— FIFA.com (@FIFAcom) September 16, 2021
বিশ্ব ফুটবলে বেলজিয়াম যথারীতি র্যাঙ্কিংয়ে প্রথম স্থান ধরে রেখেছে। দু’য়ে ব্রাজিল, তিনে ইংল্যান্ড, চারে ফ্রান্স, পাঁচে ২০২১ ইউরো চ্যাম্পিয়ন্ ইতালি, ছয়ে লিওনেল মেসির আর্জেন্টিনা, সাতে ক্রিস্টিয়ানো রোনাল্ডোর পর্তুগাল, আট নম্বরে স্পেন, নয় নম্বরে মেক্সিকো এবং দশে ডেনমার্ক। আগামী ১ লা অক্টোবর মাসে মালদ্বীপে অনুষ্ঠিত হতে চলেছে সাফ ফুটবল(SAFF Football)। তার আগে বিশ্ব র্যাঙ্কিংয়ের ওঠাপড়া ফুটবল দলের মধ্যে মানসিকভাবে কি পরিবর্তন হয় সেটা দেখার বিষয়।
আরও পড়ুনঃ আসন্ন বিশ্বকাপের পর টি-টোয়েন্টির অধিনায়কত্ব ছাড়তে চলেছেন বিরাট
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584