শ্যামল রায়,নবদ্বীপঃ
আজ সকালে ব্যান্ডেল কাটোয়া রেল শাখায় বিষ্ণুপ্রিয়া হল্টে ট্রেনের ধাক্কায় মৃত্যু হয়েছে এক যুবকের। কাটোয়া জিআরপি পি সূত্রে জানা গিয়েছে যে মৃত যুবকের নাম শিবম দাস বয়স ২৩। বাড়ি নবদ্বীপ শহরের রানীর চড়া। এদিন সকালে বাড়ি থেকে ট্রেন ধরবে বলে বিষ্ণুপ্রিয়া হল্টে আসে ভোর চারটে নাগাদ ডাউন ট্রেনের ধাক্কা খেয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই যুবকের। তবে কিভাবে ট্রেনের ধাক্কা খেলো তদন্ত শুরু করেছে পুলিশ।
অন্যদিকে এই বিষ্ণুপ্রিয়া হল্ট এই সোমবার রাতে ট্রেনের ধাক্কায় মৃত্যু হয়েছে আরেক যুবকের। পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত যুবকের নাম তারক দাস (৩৪)। বাড়ি নবদ্বীপ শহরে এর ১৬ নম্বর
ওয়ার্ডের ঘাট রোড পাড়ায়।
পরপর দুদিন ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু ঘিরে বিষ্ণুপ্রিয়া হল্টে কেন ঘটছে এই ধরনের দুর্ঘটনা তা নিয়ে উঠেছে প্রশ্ন?
জানা গিয়েছে যে এই বিষ্ণুপ্রিয়া হল্ট স্টেশন এর ট্রেন থেকে প্ল্যাটফর্ম এর উচ্চতা অনেকটাই কম। তাই তাড়াহুড়ো করে অনেকের ক্ষেত্রেই ট্রেন ধরতে সমস্যার সম্মুখীন হতে হয় । আর সেই সময় ট্রেন থেকে পড়ে গিয়ে মৃত্যুর ঘটনা ঘটে। তবে পুলিশ সূত্রে জানা গিয়েছে এই দুই যুবকের মৃত্যু আত্মহত্যা নয়। যে কোনো কারণবশত ট্রেনে উঠতে গিয়ে হোক কিংবা ট্রেন ধরতে গিয়ে হোক ট্রেনের ধাক্কায় মৃত্যু হয়েছে ওই দুই যুবকের। তাই ট্রেন থেকে নিচু প্ল্যাটফর্মের কারণেই এই ধরনের দুর্ঘটনা হামেশায় ঘটছে বলে অভিযোগ যাত্রীসাধারণের। পরপর দুদিন ট্রেনের ধাক্কায় মৃত্যু দুই যুবকের মৃত্যু ঘিরে উঠেছে নানা বিধ প্রশ্ন। তাহলে কি বিষ্ণুপ্রিয়া হল্ট স্টেশনে কোন নিরাপত্তা ব্যবস্থা নেই? উঠছে প্রশ্ন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584