ওয়েব ডেস্ক, নিউজ ফ্রন্ট:
করোনা সংকটে এবার ভারতের পাশে দাঁড়াল চিন। সোমবার চিনের দান করা ১ লক্ষ ৭০ হাজার পার্সোনাল প্রটেকশন ইকুইপমেন্ট সংক্ষেপে পিপিই ভারতবর্ষে আসল বলে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।
২০ হাজার ভারতীয় পিপিই সহ মোট ১ লক্ষ ৯০ হাজার পিপিই এবার বিভিন্ন হাসপাতালে বিতরণ করা হবে। ইতিমধ্যেই ৩৮৭৪৭৩ টি পিপিই ভারতে রয়েছে।
এক প্রেস বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় জানিয়েছে, ” বিদেশ থেকে আসা সাপ্লাই লাইন আজ খোলা হল। তার মধ্যে চীন থেকে আসা ১ লক্ষ ৭০ হাজার পিপিই রয়েছে। চিন এই পিপিই গুলো ভারত সরকারকে দান করেছে।”
মন্ত্রণালয় সূত্রে আরো জানা গেছে যে মোট ২.৯৪ লক্ষ পিপিই জোগাড় করে কেন্দ্র সরকার বিভিন্ন রাজ্যকে দিয়েছে। এছাড়াও ভারতেই বানানো ২ লক্ষ এন৯৫ মাস্ক ভারত সরকার যোগান দিয়েছে। বর্তমানে দেশে ১৬ লক্ষ এন৯৫ মাস্ক রয়েছে। এই সংখ্যাটা কিছুদিনের মধ্যেই আরও বাড়বে।
তামিলনাডু, মহারাষ্ট্র, দিল্লি, কেরালা, অন্ধপ্রদেশ, তেলেঙ্গানা ও রাজস্থানের মত রাজ্য গুলো যেখানে করোনা আক্রান্তের সংখ্যা বেশি সেখানেই আগে এগুলো পাঠানো হবে বলে জানা গেছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584