টানা ২ বছর পর আবারও দর্শকের উপস্থিতিতে সিরিজের তৃতীয় ম্যাচ ইডেনে কিউইদের বিপক্ষে

0
75

শরীয়তুল্লাহ সোহন, ওয়েব ডেস্কঃ

বিশ্বকাপের যাবতীয় ব্যর্থতার গ্লানি ভুলে ভারতীয় ম্যানেজমেন্ট অধিনায়কত্ব তুলে দিয়েছিল রোহিত শর্মার হাতে নিউজিল্যান্ড সিরিজের আগে। অন্যদিকে বিশ্বকাপ ফাইনালে হারের এক গভীর ক্ষত নিয়ে সিরিজ খেলতে এসেছিল কিউইরা। কিন্তু সেই ক্ষতে প্রলেপ লাগানোর আগেই তিন ম্যাচের সিরিজে দুটো ম্যাচ হেরে সিরিজ খুইয়ে ক্ষতের গভীরতা আরও বাড়িয়েছে।

Eden gardens

অন্যদিকে বিশ্বকাপের যাবতীয় ব্যর্থতা ভুলে রোহিত শর্মার নেতৃত্বে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে। রোহিত শর্মাও আছে দূরন্ত ফর্মে। আজ রবিবার অনুষ্ঠিত হবে সিরিজের শেষ ম্যাচ। যদিও ম্যাচটি নিয়ম রক্ষার তবুও ম্যাচটি ঘিরে বিশেষ আকর্ষণ । কারণ একটাই, শেষ ম্যাচটি হবে কলকাতার ইডেন গার্ডেন্সে। ম্যাচটি অনুষ্ঠিত হবে সন্ধ্যা ৭ টায়।

ইডেনে ক্রিকেটে মানে অন্যরকম উন্মাদনা, ইডেন কে এক প্রকার বিশ্ব ক্রিকেট এর মক্কা বলা যেতেই পারে। যদিও এখন খুব কম সংখ্যক ম্যাচ হয় ইডেনে। কিন্তু নব্বই এর দশকে ভুড়ি ভুড়ি ম্যাচ হতো এই ঐতিহাসিক মাঠে। এই মাঠে সব থেকে ঐতিহাসিক ও রোমাঞ্চকর লড়াই হতো ভারত ও পাকিস্তানের মধ্যে। টানটান উত্তেজনা ও কানাই কানাই ভর্তি স্টেডিয়ামে দারুণ ক্রিকেট দেখত গোটা ক্রিকেট বিশ্ব। তবে সেই উত্তেজনায় ভাটা পড়লেও এখনও এখানে মাঝে মাঝে ম্যাচ হলে দেখার মতো উন্মাদনা চোখে পড়ে। তাই নিয়ম রক্ষার ম্যাচ হলেও দর্শকে ভরপুর থাকবে বলে আশাবাদী বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলী।

যদিও কোভিড-১৯ এর কথা ভেবে ৭০ শতাংশ টিকিট বিক্রি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খবর অনুযায়ী অনলাইনের যাবতীয় টিকিট ইতিমধ্যে বিক্রি হয়ে গেছে। বাকি টিকিট ম্যাচ শুরু হওয়ার আগে স্টেডিয়াম এর কাউন্টার থেকে বিক্রি হয়ে যাবে বলে আশাবাদী বোর্ড কর্তৃপক্ষ।

আরও পড়ুনঃ আবারও দল কিনেছেন কিং খান, এবার আরব আমিরাতের টি২০ লীগে দল কিনেছেন তিনি

ইডেন মানেই রোহিত শর্মার মাঠ। কারণ এই মাঠে বরাবরই রোহিত শর্মার ব্যাট হেসে উঠে। তবুও ম্যাচটি নিয়ে বাড়তি সতর্ক বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলী। কারণ ইডেনে রাতের বেলায় প্রচন্ড শিশির পড়ে। আগের ম্যাচগুলোতেও শিশির পড়েছে। তবে সেই মাঠগুলোর তুলনায় ইডেনে সবসময় বেশি শিশির পড়ে। তাই শিশির প্রতিরোধে আনা হয়েছে শিশির নিরোধ স্প্রে। এই সিরিজে শিশির একটি এক্স ফ্যাক্টর হিসেবে কাজ করেছে। কারণ রাতের বেলায় শিশিরের জন্য বোলিং ও ফিল্ডিংয়ে প্রচন্ড সমস্যা হয়। যে সমস্যায় পড়েছে কিউই বোলাররা। তাছাড়া ইডেনের পিচ এক্সট্রা স্পিন করে, শিশিরে সেটা হবে না, তাই টসে যে জিতবে তারা আগে ফিল্ডিংয়ে যেতে চাইবে। তবে শেষ ম্যাচে ভারত নিউজিল্যান্ডকে হোয়াইট ওয়াশ করার দৃঢ় প্রতিজ্ঞা নিয়ে নামবে বলবে আশাবাদী ক্রিকেট সমর্থক গণ।

আরও পড়ুনঃ বিশ্ব ক্রিকেটে বর্ণবাদ বিতর্কে প্রতিবাদের নেপথ্য নায়ক আজিম রফিক! নতুন সংযোজন হাশিম আমলা

টানা দুই বছর পর ম্যাচ ইডেনে। তাই পিচ ও মাঠ নিয়ে বাড়তি সতর্ক খোদ গাঙ্গুলী নিজেই। ইতিমধ্যেই বেশ কয়েকবার পিচ পরিদর্শন করেছেন তিনি। সঙ্গে ছিলেন পিচ কিউরেটর সুজন মুখোপাধ্যায় ও বাংলা ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট অভিষেক ডালমিয়া। তবে পিচ ও ম্যাচ শুরু হওয়ার পূর্বের যাবতীয় আয়োজন নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন তিনি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here