ইংল্যান্ড সিরিজ পঞ্চাশ শতাংশ দর্শক ঢোকানোর অনুমতি দিতে পারে বোর্ড

0
55

অঞ্জন চট্টোপাধ্যায়, স্পোর্টস ডেস্কঃ

অস্ট্রেলিয়ার থেকে দেখে সাহস পেল টিম ইন্ডিয়াও। আসন্ন ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে ৫০ শতাংশ দর্শককে খেলা দেখার অনুমতি দিতে চাইছে ভারতীয় ক্রিকেট বোর্ড। যেহেতু ভারতের অস্ট্রেলিয়া সফরে দর্শক প্রবেশের অনুমতি দিয়েছিল অজি বোর্ড, তাই এ ব্যাপারে কথা বলা হচ্ছে ক্রিকেট অস্ট্রেলিয়ার সঙ্গেও । তবে বোর্ড চাইলেও কেন্দ্রীয় সরকার আদৌ অনুমতি দেয় কিনা সেই বিষয়ে নজর থাকবে।

England Series | newsfront.co

ভারতে এই মুহূর্তে ক্রিকেট, ফুটবল মিলিয়ে একাধিক টুর্নামেন্ট চললেও কোথাও দর্শকদের প্রবেশের অনুমতি নেই। ছ’টি কেন্দ্রে জৈব সুরক্ষা বলয়ে চলছে সৈয়দ মুস্তাক আলি ট্রফি। আইএসএলও একই ভাবে শুধু গোয়ায় আয়োজন করা হচ্ছে।

ইংল্যান্ড সিরিজের প্রথম দুটি টেস্ট চেন্নাইয়ে, বাকি দুটি আহমেদাবাদের নবনির্মিত মোতেরা স্টেডিয়ামে হওয়ার কথা। বোর্ডের এক কর্তা জানিয়েছেন, “এখনও পর্যন্ত চারটে ম্যাচে ৫০ শতাংশ করে দর্শক ঢুকতে দেওয়ার ভাবনা রয়েছে। দুটি রাজ্য সংস্থার সঙ্গেই কথা বলছে বোর্ড। রাজ্যগুলির স্বাস্থ্য মন্ত্রকের সঙ্গেও কথা চলছে।”

আরও পড়ুনঃ পেইন-সহ অস্ট্রেলিয়াকে খোঁচা অশ্বিনের

একই সঙ্গে দেশে পরবর্তী করোনা আক্রান্ত সংখ্যা দেখা হবে আক্রান্ত বাড়লে দর্শক না ঢোকানোর সিদ্ধান্ত বহাল রাখা হবে। পঞ্চাশ শতাংশ দর্শক ঢোকানোর সাফল্য মিললে আইপিএলে ভারতে একই পদ্ধতিতে দর্শক ঢোকানো হবে। প্রসঙ্গত অস্ট্রেলিয়ায় করোনা আক্রান্ত কম থাকায় সেখানের সরকার দর্শক ঢোকানোর অনুমতি দেয় মাঠে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here