নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
আত্মনির্ভরতার পথে আরও এক ধাপ এগোলো ভারত। ১০১টি প্রতিরক্ষা যন্ত্রাদির আমদানি বন্ধ করল মন্ত্রক। দেশীয় প্রযুক্তির প্রচারে এই উদ্যোগ। এমনটাই রবিবার টুইট করে জানালেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। তাঁর কথায়, প্রতিরক্ষা ক্ষেত্রে দেশকে আত্মনির্ভর করতেই এই পদক্ষেপ। আগামী পাঁচ-ছয় বছরে দেশীয়
সংস্থাগুলিকে প্রায় চার লক্ষ কোটি টাকার বরাত দেওয়া হবে। করোনা আবহে দেশকে আত্মনির্ভর করার ডাক দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যার মূল কথা, বিদেশি পণ্যের আমদানি কমিয়ে দেশিয় উৎপাদনে জোর দেওয়া। সেই স্বপ্ন সফল করতেই এবার যুগান্তকারী পদক্ষেপ করতে চলেছে প্রতিরক্ষা মন্ত্রক।
The Ministry of Defence is now ready for a big push to #AtmanirbharBharat initiative. MoD will introduce import embargo on 101 items beyond given timeline to boost indigenisation of defence production.
— Rajnath Singh (@rajnathsingh) August 9, 2020
মন্ত্রকের দাবি, “এই উদ্যোগের জেরে আগামি ছয়-সাত বছরের মধ্যে প্রায় ৪ লক্ষ কোটি টাকার বরাত পাবে ঘরোয়া সংস্থাগুলো। এই পর্যায় ধরা হয়েছে ২০২০-২০২৪-এর মধ্যে।” যে বরাতগুলোর আমদানি বাতিল করা হলো, সেগুলোর মধ্যে রয়েছে প্রায় ৩.৫ লক্ষ-কোটি টাকার প্রকল্প।
To make the Indian #defence industry self-reliant and boost indigenisation, the Ministry of Defence banned the import of 101 items on Sunday.@DefenceMinIndia @rajnathsingh pic.twitter.com/fcw2jgwg3K
— IANS Tweets (@ians_india) August 9, 2020
আরও পড়ুনঃ ‘জয় শ্রী রাম’, ‘মোদী জিন্দবাদ’ না বলায় রাজস্থানে লাঠিপেটা গরিব অটোচালককে
যে সম্ভাব্য বিনিয়োগের হিসেব উঠে এসেছে, তার মধ্যে পদাতিক ও বায়ুসেনার জন্য রয়েছে ১.৩ লক্ষ-কোটি টাকা। আর বাহিনীর জন্য রয়েছে ১.৪ লক্ষ কোটি টাকা বিনিয়োগের সম্ভাবনা। তিন বাহিনীর দায়িত্বপ্রাপ্ত আধিকারিকের সঙ্গে আলোচনা করেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছে মন্ত্রক।
প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং টুইটারে লেখেন, “আত্মনির্ভরতার লক্ষ্যে প্রতিরক্ষা মন্ত্রকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ। মন্ত্রকের তরফে ১০১টি পণ্যের তালিকা প্রকাশ করা হয়েছে, যেগুলি নির্দিষ্ট সময়ের পর আর আমদানি করা যাবে। দেশীয় উৎপাদন বাড়াতেই এই সিদ্ধান্ত।” নিষিদ্ধ হওয়ার তালিকায় শুধুমাত্র অস্ত্রের বিভিন্ন অংশই নেই। রয়েছে উন্নত প্রযুক্তি অত্যাধুনিক অস্ত্রও।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584