নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ
পরিযায়ী শ্রমিকদের ট্রেনে করে বাড়ি ফেরানোর আগেই তাদের লালারস পরীক্ষা করার দাবি তুলেছে ইন্ডিয়ান ডেমোক্রেটিক পিপলস পার্টির সদস্যরা।
সংগঠনের সদস্যদের দাবি, যে সমস্ত গ্রামগুলিতে ইতিমধ্যেই করোনা রোগী ধরা পড়েছে, সে সমস্ত গ্রামগুলিতে জীবাণুমুক্ত করার ব্যবস্থা করা হোক। এদিন সাত দফা দাবিতে ইসলামপুরের মহকুমা শাসককে স্মারকলিপি দিলেন ইন্ডিয়ান ডেমোক্রেটিক পিপলস পার্টির সদস্যরা।
আরও পড়ুনঃ কুলিক বনাঞ্চলে সমীক্ষা শুরু, মিলল বিরল প্রজাতির উদ্ভিদ
সংগঠনের সর্বভারতীয় সভাপতি ডাঃ তবিবুর রহমান জানান, ‘উল্লেখিত দাবি ছাড়াও স্মারকপত্রে তারা জানিয়েছেন, পরিযায়ী শ্রমিকদের সরাসরি কোয়ারেন্টাইন সেন্টারে পাঠাবার ব্যবস্থা করা হোক এবং পাশাপাশি যে সমস্ত শ্রমিকরা বাড়ি ফেরার পর কর্মহীন হয়ে পড়েছেন তাদের চিহ্নিত করে জাতীয় কর্ম নিশ্চয়তা প্রকল্পর একশো দিনের কাজ দেওয়া হোক।
এছাড়াও সমস্ত শ্রমিকদের জন্য উপযুক্ত রেশনের ব্যবস্থা করা হোক।’ সংশ্লিষ্ট দাবিগুলো পূরণ না হলে তারা ফের আন্দোলনমুখী হবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584