ইন্ডিয়ান আইডল-এ চূড়ান্ত পর্বে নির্বাচিত অঙ্কনাকে ঘিরে উদ্বেলিত বিষ্ণুপুর

0
145

নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়াঃ

ইন্ডিয়ান আইডলের ফাইনালে উঠে বাড়িতে আসতেই এলাকাবাসীর সংবর্ধনা অঙ্কনা মুখার্জিকে ।

Ankona | newsfront.co
উল্লসিত অঙ্কনা। নিজস্ব চিত্র

বিষ্ণুপুর শহরের বাসিন্দা অঙ্কনা মুখার্জি সর্বভারতীয় রিয়েলিটি শো ইন্ডিয়ান আইডল-এ গান করার সুযোগ পেয়েছেন। অবশেষে তিনি পৌঁছেছেন ইন্ডিয়ান আইডলের ফাইনাল পর্বে ।

Ankona with his father | newsfront.co
বাবার সাথে অঙ্কনা। নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ দুবাইতে ইন্টারন্যাশনাল বক্সিং প্রতিযোগীতায় আলিপুরদুয়ারের রাকেশ

আজ বাড়ি ফিরতে তার পরিবার এবং এলাকাবাসী পুষ্প বৃষ্টির মধ্য দিয়ে তাকে সংবর্ধনা জানায়। রীতিমতো আদিবাসী নৃত্য ঢাক-ঢোল বাজিয়ে পদযাত্রার মধ্য দিয়ে তাকে সংবর্ধনা জানানো হয় ।

Indian Idol | newsfront.co
উদ্বেলিত জনতার ঘেরাটপে। নিজস্ব চিত্র

অঙ্কনা মুখার্জীর বাবা দিব্যেন্দু মুখার্জী বলেন, ইন্ডিয়ান আইডলের টেলিভিশনে রিয়েলিটি শোতে এখন ফাইনালে পৌঁছেছে। সনি টিভির ক্যামেরা-সহ হোম ভিজিট আসছে তারা। এখানে রেলির ফুটেজ নেবে বাড়ির ফুটেজ নেবে।

Ankona | newsfront.co
নিজস্ব চিত্র

আমার গর্বের বিষয় আমার একটা স্বপ্ন ছিল যে মেয়েকে এই মঞ্চে দেখা । তবে এতটা স্বপ্ন আশা করিনি আজকে সে একদম ফাইনালে যাবে। শেরার শিরোপা জেতার জন্য সকলের ভোটিংয়ের আশা করছেন তিনি ।

অঙ্কনা মুখার্জি বলেন , আমার খুব ভালো লাগছে আপনারা যে আমাকে এতটা সাপোর্ট করছেন সেজন্য আমি খুব খুশি। সকলকে তাকে প্রচুর ভোট দেওয়ার আবেদন জানিয়েছেন তিনি যাতে ফাইনালে সে জিততে পারে ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here