নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়াঃ
ইন্ডিয়ান আইডলের ফাইনালে উঠে বাড়িতে আসতেই এলাকাবাসীর সংবর্ধনা অঙ্কনা মুখার্জিকে ।

বিষ্ণুপুর শহরের বাসিন্দা অঙ্কনা মুখার্জি সর্বভারতীয় রিয়েলিটি শো ইন্ডিয়ান আইডল-এ গান করার সুযোগ পেয়েছেন। অবশেষে তিনি পৌঁছেছেন ইন্ডিয়ান আইডলের ফাইনাল পর্বে ।

আরও পড়ুনঃ দুবাইতে ইন্টারন্যাশনাল বক্সিং প্রতিযোগীতায় আলিপুরদুয়ারের রাকেশ
আজ বাড়ি ফিরতে তার পরিবার এবং এলাকাবাসী পুষ্প বৃষ্টির মধ্য দিয়ে তাকে সংবর্ধনা জানায়। রীতিমতো আদিবাসী নৃত্য ঢাক-ঢোল বাজিয়ে পদযাত্রার মধ্য দিয়ে তাকে সংবর্ধনা জানানো হয় ।

অঙ্কনা মুখার্জীর বাবা দিব্যেন্দু মুখার্জী বলেন, ইন্ডিয়ান আইডলের টেলিভিশনে রিয়েলিটি শোতে এখন ফাইনালে পৌঁছেছে। সনি টিভির ক্যামেরা-সহ হোম ভিজিট আসছে তারা। এখানে রেলির ফুটেজ নেবে বাড়ির ফুটেজ নেবে।

আমার গর্বের বিষয় আমার একটা স্বপ্ন ছিল যে মেয়েকে এই মঞ্চে দেখা । তবে এতটা স্বপ্ন আশা করিনি আজকে সে একদম ফাইনালে যাবে। শেরার শিরোপা জেতার জন্য সকলের ভোটিংয়ের আশা করছেন তিনি ।
অঙ্কনা মুখার্জি বলেন , আমার খুব ভালো লাগছে আপনারা যে আমাকে এতটা সাপোর্ট করছেন সেজন্য আমি খুব খুশি। সকলকে তাকে প্রচুর ভোট দেওয়ার আবেদন জানিয়েছেন তিনি যাতে ফাইনালে সে জিততে পারে ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584