ওয়েব ডেস্ক, নিউজ ফ্রন্টঃ
কোভিডের দ্বিতীয় ঢেউয়ে এখন পর্যন্ত দেশে করোনায় আক্রান্ত হয়ে ২৭০ জন ডাক্তার প্রাণ হারিয়েছেন বলে মঙ্গলবার জানালো ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন। যার মধ্যে সবচেয়ে বেশি বিহারে-৭৮ জন।
তার পরেই রয়েছে উত্তরপ্রদেশের স্থান। উত্তরপ্রদেশে মৃত্যু হয়েছে ৩৭ জন ডাক্তারের। রাজধানী দিল্লি ও অন্ধপ্রদেশে করোনার বলি যথাক্রমে ২৯ ও ২২ জন ডাক্তার।
269 doctors including 78 in Bihar have lost their lives due to COVID19 in the second wave of the infection: Indian Medical Association (IMA)
— ANI (@ANI) May 18, 2021
আইএমএ’র কোভিড পরিসংখ্যান থেকে জানা গেছে করোনার প্রথম পর্যায়ে প্রাণ হারিয়েছিলেন ৭৪৮ জন ডাক্তার।আইএমএ’র বর্তমান সভাপতি ডঃ জে এ জয়লাল বলেন, “অতিমারির দ্বিতীয় ঢেউ বিশেষ করে স্বাস্থ্য কর্মীদের জন্য অত্যন্ত প্রাণহানিকর হয়ে উঠছে।”
আরও পড়ুনঃ ভ্যাকসিনের দুটো ডোজ নেওয়ার পরেও করোনায় মৃত পদ্মশ্রী প্রাপ্ত আইএমের প্রাক্তন সভাপতি
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584