নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ
তৃণমূলের প্রদীপ কি এবারে বিজেপিতে জ্বলে উঠবে? এই প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে ডোমকলের বাতাসে। ডোমকল পুরসভার উপ পুরপ্রধান প্রদীপ চাকিকে তার পদ থেকে সরানোর পর রাজনৈতিক মহলে জোর জল্পনা শুরু হয়েছে। জেলা বিজেপি নেতৃত্ব পরিস্থিতি আঁচ করে স্বাগত জানিয়েছে তাকে। আর প্রদীপ বাবুর বক্তব্য “এখনও দল বদল নিয়ে কিছু ভাবিনি। তবে বিজেপি ও কংগ্রেস নেতৃত্ব আমার সঙ্গে যোগাযোগ করছে।”
সূত্রের খবর, বিগত ২০ জুন শনিবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল যুব কংগ্রেসের নতুন কর্মসূচি ‘বাংলা যুবশক্তি’ এর ডোমকল মহাকুমার সাংগঠনিক আলোচনায় উপস্থিত হন একদা সৌমিক বিরোধী বলে পরিচিত প্রদীপ কুমার চাকি সহ বেশ কয়েকজন কাউন্সিলর।
আরও পড়ুনঃ বিজেপি কর্মীকে সংশোধনাগারে দেখতে গিয়ে পুলিশের বিরুদ্ধে হুঁশিয়ারি সাংসদের
যুব শক্তির সেই মঞ্চে পুরনো সব বিভেদ ভুলে একত্রিত ভাবে সংগঠনের কাজে মনোনিবেশের সিদ্ধান্ত নেন সকলে। তার ২৪ ঘণ্টা পেরোতে না পেরোতেই ডোমকলের বর্তমান চেয়ারম্যান জাফিকুল ইসলাম যিনি শুভেন্দু ঘনিষ্ঠ বলে জেলায় পরিচিত, সাংবাদিক সম্মেলনের মাধ্যমে প্রদীপ কুমার চাকিকে ডোমকল পুরসভার ভাইস চেয়ারম্যানের পদ থেকে অপসারিত করেন। আর এতেই মুর্শিদাবাদ জেলায় শুভেন্দু বনাম অভিষেক গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে আসলো বলে মনে করছেন রাজনৈতিক মহল।
আরও পড়ুনঃ আমার মতন চাকরি ছেড়ে বেরিয়ে আসুন, না হলে দুষ্কৃতীদের ধরুন
তবে প্রদীপ বাবু বলেন, “মমতা বন্দোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি আমার আস্থা রয়েছে। দল সঠিক ব্যবস্থা নেবে বলে আমার বিশ্বাস। হ্যাঁ এটা সত্যি যে বিজেপি ও কংগ্রেস উভয় দলের রাজ্য নেতৃত্ব আমার সঙ্গে যোগাযোগ করছে। তবে আমি দল পরিবর্তন নিয়ে এখনও কিছু ভাবিনি।” অপরদিকে বিজেপির জেলা সভাপতি গৌরীশঙ্কর ঘোষ প্রদীপ বাবুকে বিজেপি দলে আহ্বান জানান।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584