সরকারী সাহায্যে প্রাণ ফিরছে আদিবাসী মহিলাদের শিল্পকর্ম

0
142

হরষিত সিংহ,মালদহঃ

সরকারি সাহায্য ও প্রশিক্ষণ পেয়ে বাঁশের বিভিন্ন সামগ্রী তৈরী করে স্বনির্ভর হয়েছেন আদিবাসী মহিলা শিল্পীরা।তাদের তৈরী বাঁশের কারুকার্য সরকারি উদ্যোগে বিক্রি হচ্ছে রাজ্য তথা দেশের বিভিন্ন প্রান্তে।মালদহ জেলার গাজোল ব্লকের পান্ডুয়া পঞ্চায়েতের মজলিসবাগ গ্রামের প্রায় আশিটি পরিবার এই শিল্পের সঙ্গে জড়িত।সরকারি সাহায্য পেয়ে খুশি ওই মহিলা ও তাদের পরিবার।মালদহ জেলার আদিবাসী আধ্যুষিত গ্রাম হিসাবে পরিচিত গাজোল ব্লকের মজলিসবাগ গ্রাম।এই এলাকার আদিবাসী মহিলারা বংশপরস্পর বাঁশ শিল্পের সঙ্গে জড়িত।

training
শিল্প কর্মের প্রশিক্ষণ।ছবিঃঅভিষেক দাস

এই এলাকার মহিলারা বাঁশ দিয়ে বিভিন্ন ঘর সাজানোর সামগ্রী থেকে বাঁশের খেলনা ঝাড়বাতি,ফুলদানি, হ্যারিকেনসহ বিভিন্ন সামগ্রী তৈরী করে আসছে।তবে প্রথমদিকে এই শিল্পীরা কোন রকম সরকারি সাহায্য পেতোনা। তাদের তৈরী সামগ্রী বিক্রিরও কোন উদ্যোগ ছিলনা। তাই প্রায় বিলুপ্তির হতে চলেছিল এই শিল্প।কিন্তু বর্তমান সরকারের সাহায্যে অনান্য শিল্পীদের সঙ্গে এই এলাকার শিল্পীরাও এখন নিয়মিত প্রশিক্ষণ পাচ্ছেন।পাশাপাশি তাদের তৈরী কারুকার্য এখন বিক্রি হচ্ছে সরকারি বিভিন্ন মেলায়।শুধু রাজ্য নয় তাদের তৈরী সামগ্রী এখন রাজ্যের বাইরেও বিভিন্ন জায়গায় বিক্রি হচ্ছে।সরকারি ভাবে মহিলাদের ঋণ দেওয়ায় তারা আর্থিক ভাবেও সমৃদ্ধ হচ্ছে।

মহিলারা জানান,বিগত সরকার কোনভাবেই তাদের সহযোগিতা না করায় অসহায় হয়ে পড়তে হয়েছিল হস্ত শিল্পীদের।কিন্তু বর্তমান মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার আসার পর থেকেই তাদের বিভিন্নভাবে সহযোগিতা করা হচ্ছে এবং তাদের তৈরি বাসের কারুকার্য জেলাসহ রাজ্যের বিভিন্ন প্রান্তে বা রাজ্যের বাইরেও নিয়ে যাওয়া হয়।তার খরচ থাকা,খাওয়া,যাতায়াত সরকার থেকেই দেওয়া হয়।তার জন্য ভীষণ ভাবে উপকৃত।তাই মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়কে, হস্তশিল্পী মহিলারা ধন্যবাদ জানাতে ভোলেননি।

আরও পড়ুনঃ রাসযাত্রা ঘিরে নবদ্বীপে উৎসবের উদ্দীপনার সূচনা আজ থেকে

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here