নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
ফ্লাইট অব ফ্যান্টাসি প্রজেক্টের মাধ্যমে যে সম্পর্কের সূচনা, সেই প্রকল্প আজ নতুন মাত্রা পেল কম্পিউটার প্রজেক্ট শুরুর মাধ্যমে। ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার মোট ছয়টি স্কুলে কম্পিউটার প্রজেক্ট শুরু করল লালগড় সিআরপিএফ ক্যাম্প।

পশ্চাদপদ শিক্ষার্থীদের সময়োপযোগী শিক্ষাদানের জন্য লালগড় সারদামণি বালিকা বিদ্যালয়, লালগড় রামকৃষ্ণ বিদ্যাপীঠ, গোহমিডাঙা হাইস্কুল, ভীমপুর গার্লস হাই স্কুল, খাঁদিবাঁধ হাইস্কুল এবং মৌপাল দেশপ্রাণ বিদ্যাপীঠে চারটি করে কম্পিউটার, প্রিন্টার, স্ক্যানার এবং কম্পিউটার টেবিল ও চেয়ার-সহ কম্পিউটার কক্ষের উদ্বোধন হল আজ।


আরও পড়ুনঃ বড়দিনের মেজাজ দুর্গাপুরে, জারি কড়া প্রশাসনিক নিরাপত্তা
উদ্বোধন করেন এস রবীন্দ্রন, আইজি সিআরপিএফ, পশ্চিমবঙ্গ সেক্টর; বজরংলাল, কমান্ডিং অফিসার, সিআরপিএফ, লালগড়। সহযোগিতায় স্বেচ্ছাসেবী সংস্থা ‘ইয়ে মেরা ইন্ডিয়ার’ স্বেচ্ছাসেবী ও বিভিন্ন পদাধিকারী। লালগড় সারদামণি বালিকা বিদ্যালয়ে সূচনা অনুষ্ঠান হয়। প্রতিটি বিদ্যালয়ে সকল আধিকারিকগণ গিয়ে সংক্ষিপ্ত অনুষ্ঠান করেন এবং কম্পিউটার কক্ষের উদ্বোধন করেন।
আই জি রবীন্দ্রন জানান, ভবিষ্যতে সরকারি ও স্বেচ্ছাসেবী সংগঠনের সহযোগিতায় বিদ্যালয়গুলির উন্নয়নমূলক কাজে বিদ্যালয়ের পাশে থাকবেন তারা।
অন্যদিকে মৌপাল দেশপ্রাণ বিদ্যাপীঠের প্রধান শিক্ষক প্রসূনকুমার পড়িয়া জানান, এই প্রকল্প আমাদের শিক্ষার্থীদের প্রভূত উন্নতি সাধন করবে এবং সময়োপযোগী এই পদক্ষেপ পশ্চাদপদ ছাত্রছাত্রীদের অনুপ্রেরণা জোগাবে।
সিআরপিএফ এলাকার শান্তি শৃঙ্খলা রক্ষার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা পালনের এই ভূমিকা সত্যি প্রশংসনীয় ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584