শ্যামল রায়,বর্ধমানঃ
বর্ধমান শহর জুড়ে ব্যাপক যানজট ক্ষোভে ফুঁসছেন শহরবাসী। তাই বর্ধমান শহরকে যানজটমুক্ত করতে উদ্যোগী হল পুলিশ। আগস্ট মাস থেকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালসহ শহরের বিভিন্ন যানজট যুক্ত এলাকা মুক্ত করতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে চলেছে জেলা পুলিশ।ইতিমধ্যেই অভিযোগ উঠেছে টোটো চালকদের দখলে চলে গেছে শহর।ফলে ব্যাপক যানজটের সৃষ্টি হচ্ছে।এছাড়া পুরসভা অনুমোদিত রিকশা ছাড়াও বহু অবৈধ রিক্সা চলছে এই শহর জুড়ে।
যদিও টোটোর দাপটে রিকশার সংখ্যা কমে গেলেও রিক্সা শহরের যানজটে একটা বিশেষ ভূমিকা গ্রহণ করছে এই পরিস্থিতি মোকাবিলা করতে নবাগত পুলিশ সুপার নতুন করে পরিকল্পনা গ্রহণ করেছেন বলে পুলিশ সূত্রে খবর।
এ নিয়ে একটি প্রশস্ত আলোচনাও সেরে ফেলেছেন পুলিশ সুপার ভাস্কর মুখোপাধ্যায়।
তিনি কথা বলেছেন ডিএসপি ট্রাফিক প্রদীপ মণ্ডল ডি এস পি হেড কোয়ার্টার চন্দনা ঘোষ সহ অনেকের সাথে।
দীর্ঘদিন ধরেই শহরবাসী অভিযোগ করে আসছিলেন যে শহরে এবং হাসপাতালের যত্রতত্র পার্কিং এর ফলে রোগী এবং রোগীর আত্মীয়রা চরম সমস্যায় পড়ছেন।
গত শুক্রবার জেলাশাসক অনুরাগ শ্রীবাস্তবের উপস্থিতিতে রোগী কল্যাণ সমিতির বৈঠকের পর জেলা পুলিশ সুপার হাসপাতালে যানজট মোকাবিলায় একটি নির্দেশ দিয়ে গিয়েছেন।
পুলিশ সুপার ভাস্কর মুখোপাধ্যায় জানিয়ে দিয়েছেন হাসপাতালে মোট ২৯২ জন নিরাপত্তারক্ষী মধ্যে ৮৪ জন রয়েছেন বিশেষ কমান্ডার গ্রুপ নামে একটি ঠিকাদার সংস্থার অধীন।
হাসপাতালের ভেতরে ডাক্তারদের সঙ্গে রোগীদের সংঘর্ষ ও মারপিটের ঘটনায় রোধ করতে এবার থেকে ৮৪ জন নিরাপত্তারক্ষী বিশেষ দায়িত্বে থাকবে। এজন্য তাদের বিশেষ প্রশিক্ষণও দেওয়া হয়েছে।
একসঙ্গে হাসপাতালের পুলিশ ক্যাম্পের পুলিশকে শহরের রাস্তায় যানজট মোকাবিলায় কড়া পদক্ষেপ নিতে নির্দেশ দেওয়া হয়েছে হাসপাতালের জরুরি বিভাগের গেট লাগোয়া যে অ্যাম্বুলেন্স পার্কিং এলাকা রয়েছে তার গেট থেকে ৫০ ফুট দূরে সরিয়ে নিয়ে যাওয়ার কথা বলা হয়েছে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে আগামী মাস থেকেই এই ব্যবস্থা চালু হবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584