নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুরঃ
দীঘা-রামনগর এলাকায় মৃত ব্যক্তিকে দাহ করার জন্য নির্দিষ্ট কোনো শ্মশান না থাকায় দীঘা সমুদ্র সৈকতের ধারেই শবদাহ করতে বাধ্য হতেন এলাকার মানুষ।
পরিবেশ যেমন দূষিত হচ্ছিল তেমনি পর্যটকদের সমস্যায় পড়তে হচ্ছিল শুধু তাই নয় দাহ করার জন্য বন দপ্তর থেকে মৃত ব্যক্তির জন্য ২/৩টি করে ঝাউগাছ কেটে দেওয়ার জন্য জঙ্গল সাফ হয়ে যাচ্ছিল। স্থানীয়দের দীর্ঘদিনের দাবি মেনে দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদের পক্ষ থেকে দীঘা মোহনা যাওয়ার রাস্তার ধারে গোবিন্দ বসান মৌজায় এক একর জমির উপর ৪কোটি ব্যয়ে নির্মিত হয়েছে “দীঘা ক্রিমেটোরিয়াম” বা বৈদ্যুতিক শবদাহ চুল্লি।
এলাকার জননেতা তথা রামনগর ১ব্লকের জনস্বাস্থ্য ও পরিবেশ কর্মাধ্যক্ষ সুশান্ত পাত্র বলেন স্থানীয় দাবি মেনে দৃষ্টি দূষণ, পরিবেশ দূষণ, বৃক্ষ নিধনের হাত থেকে রেহাই পেতে দীঘায় শবদাহ চুল্লি নির্মানের কাজ শেষ পর্যায়ে কয়েক দিনের মধ্যেই উদ্বোধন করা হবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584