নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
গত ১৪ই ফেব্রুয়ারি কাশ্মীরের পুলওয়ামাতে শহীদ হয়েছে ৪০ জন ভারতীয় বীর জওয়ান। মূলত সেই বীর জওয়ান ও সেই দিনটিকে স্মরণীয় করে রাখতে পশ্চিম মেদিনীপুর জেলার হিজলি ইকো পার্কে তৈরি করেছে খড়গপুর বন দফতর।মূলত নতুন প্রজন্ম এই ভয়াবহ দিনটিকে স্মরণ করতে পারে সেই দিকটা লক্ষ্য করেই এই স্মৃতি বন তৈরি।
খড়গপুর বন দফতরের আধিকারিক এস.এস দে জানান,’যে সব বীর জওয়ান শহীদ হয়েছিল তাঁদের স্মরণ করে রাখতে এই স্মৃতি বন তৈরি করা হয়েছে,মূলত প্রথমের লক্ষ্যমাত্রা ছিল একটু অন্য রকম,এখানে যে সব স্থানীয় বাসিন্দা রয়েছে তাঁদের বিভিন্ন পূর্ব পুরুষ ও সাহিত্যিক কলা কৌশলী এঁদের স্মরণ করে রাখতেই এই স্মৃতি বন তৈরির উদ্দেশ্য ছিল,যাতে বিভিন্ন এলাকার মানুষ তাদের মহাপুরুষদের নাম স্মরণীয় করতে স্বল্প মূল্যে বিভিন্ন গাছ রোপণ করতে পারেন।
কিন্তু পরবর্তী কালে বন আধিকারিকরা ভাবেন কাশ্মীরের এই ভয়াবহ দিনে যেসব বীর জওয়ান শহীদ হয়েছিলেন তাঁদের কে দিয়েই এই স্মৃতি বন শুরু করা হোক।
আরও পড়ুনঃ কালনায় কোটি টাকা ব্যয়ে গড়ে উঠতে চলেছে বিনোদন পার্ক
আজ সেই দিকটা উপেক্ষা করে মূলত বিভিন্ন সমাজসেবী মানুষ ও খড়গপুর বন আধিকারিক দের সহায়তায় আজ এই স্মৃতি বন মহান নামের সঙ্গে সূচনা করা হয়।’আজ চল্লিশ জন বীর জওয়ানের স্মৃতির উদ্দেশ্যে চল্লিশটি অশোক গাছ রোপণ করা হয়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584