মনিরুল হক, কোচবিহারঃ
উচ্চ মাধ্যমিক পরীক্ষার দ্বিতীয় দিনে দুর্ঘটনার কবলে পড়লো এক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী। ঘটনাটি ঘটেছে কোচবিহার ২ নং ব্লকের পুন্ডিবাড়ী থানা এলাকার বাঁশদহ নতিবাড়িতে।

জানা গিয়েছে, ঘোকসাডাঙ্গা হাই স্কুলের ছাত্র শুভদীপ তালুকদার টোটো করে তার পরীক্ষা কেন্দ্র আটপুকুরী হাই স্কুলে যাচ্ছিল। সেই সময় হঠাৎ নিয়ন্ত্রণ হাড়িয়ে টোটোটি উল্টে যায়। আহত অবস্থায় তাকে কোচবিহার মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
আরও পড়ুনঃ ডুয়ার্সে ভারী বর্ষণে এক লাফে নামল পারদ
কোচবিহার জেলার উচ্চমাধ্যমিক পরীক্ষার যুগ্মআহ্বায়ক মানষ ভট্টাচার্য বলেন, দুর্ঘটনা কবলিত পরীক্ষার্থীকে কোচবিহার মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
আমরা হাসপাতালে পরীক্ষার্থীর সাথে দেখা করেছি, সেখানেই তার পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। পরীক্ষা চলাকালীন আমরা মাঝে মাঝে হাসপাতালে পৌঁছাব।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584