পিয়া গুপ্তা,উত্তর দিনাজপুরঃ
উত্তর দিনাজপুর জেলার করণদীঘির কণ্য রাজার মেলায় নাগরদোলা থেকে পড়ে আহত কয়েকজন। জানা যায় করণদীঘির গ্রাম পঞ্চায়েতের অধীনে থাকা কণ্য রাজা মেলা শুরু হয়।
দ্বিতীয় দফায় রায়গঞ্জ লোকসভায় ভোটগ্রহণ ছিল জন্য গত ১৮ এপ্রিল রায়গঞ্জ লোকসভা ভোট প্রক্রিয়া শেষ হলে,করণদিঘিতে শুরু হয় কণ্য রাজার মেলা।মেলা চলাকালীন আজ রাত্রিতে চোরকি ও নাগরদোলা থেকে কিছু লোক নাগরদোলা ও চোরকি ভেঙে পড়ে যায়।
আহত হয় বেশ কয়েকজন তড়িঘড়ি তাদের করণদিঘি গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা রায়গঞ্জ গর্ভমেন্ট অফ মেডিকেল কলেজে হাসপাতলে স্থানান্তর করা হয়।
আরও পড়ুনঃ দুর্ঘটনাগ্রস্থ কন্যাযাত্রী বোঝাই বাস,আহত ৩০
কিভাবে নাগরদোলা থেকে ভেঙে পড়ল তা নিয়ে তদন্ত শুরু করেছে করণদিঘি থানার পুলিশ মেলায় এই দুর্ঘটনাকে ঘিরে আতঙ্ক রয়েছে করণদিঘি মেলায় আসা বিভিন্ন দোকান পাটের মালিক সহ অন্যান্যরা।তার সাথে মেলা দেখতে আসা সাধারণ মানুষদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584