নিয়ন্ত্রিতহীন গাড়ির ধাক্কায় মৃত দুই স্কুল ছাত্রী,গুরুতর আহত এক

0
59

সিমা পুরকাইত,দক্ষিণ ২৪ পরগনাঃ

two schoolgirl dead in uncontrollable car
মৃত দুই ছাত্রী।নিজস্ব চিত্র
two schoolgirl dead in uncontrollable car
প্রত্যক্ষদর্শী।নিজস্ব চিত্র
two schoolgirl dead in uncontrollable car
ঘটনাস্থল।নিজস্ব চিত্র

রাজ্য জুড়ে সেফ ড্রাইভ সেভ লাইফের প্রচার।আর সরকারী সেই সব প্রকল্পের রিভিউ মিটিং করতে জেলায় মুখ্যমন্ত্রী সেই সময়ে অনিয়ন্ত্রিত গাড়ির ধাক্কায় স্কুল থেকে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় মৃত্যু হল দুই ছাত্রীর।এই ঘটনায় গুরুতর আহত হয়েছে আরও এক ছাত্রী। ঘটনাটি ঘটেছে,দক্ষিণ ২৪ পরগনা জেলার কাকদ্বীপ থানার পুকুর বেরিয়া এলাকায়।মৃত ছাত্রীরা হল দেবিকা মন্ডল ও সুস্মিতা বেরা। আহত ছাত্রী হল মৃন্ময়ী মন্ডল।তিনজনেরই বাড়ি জোড়াপোল এলাকায়।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, এই তিন বান্ধবী সুন্দরবন আদর্শ বিদ্যামন্দিরে নবম শ্রেণীতে পড়তো। বৃহস্পতিবার দুপুরে স্কুল থেকে হেঁটে হেঁটে বাড়ি ফিরছিল তিনজন ছাত্রী।বাড়ি ফেরার পথে ডায়মন্ড হারবারের দিক থেকে কাকদ্বীপের দিকে আসা একটি স্করপিও গাড়ি তিন জনকে ধাক্কা মারে।এরপরই গুরুতর আহত অবস্থায় তিন জন ছাত্রীকে স্থানীয় বাসিন্দারা কাকদ্বীপ মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুই জনকে মৃত বলে ঘোষণা করেন।অন্যদিকে আহত আর এক ছাত্রী মৃন্ময়ীকে চিকিৎসক ডায়মন্ড হারবার জেলা হাসপাতালে স্থানান্তরিত করেন। যদিও এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।পরে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।তবে এই ঘটনায় পুলিশ ঘাতক গাড়িটিকে আটক করলেও,চালক পলাতক।চালকের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।

two schoolgirl dead in uncontrollable car
প্রত্যক্ষদর্শী।নিজস্ব চিত্র
two schoolgirl dead in uncontrollable car
ঘটনাস্থলে পুলিশ।নিজস্ব চিত্র

আরও পড়ুন: মুখ্যমন্ত্রীকে মিথ্যুক রায়গঞ্জ জনসভায় বললো দিলীপ

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here