হরষিত সিংহ,মালদহঃ
বাঁদর বাহিনীর তান্ডবে আক্রান্ত হল তিন বছরের শিশুসহ তিন জন। সোমবার সকালে মালদহ জেলার ইংরেজ বাজার শহরের ২০ নম্বর ওর্য়াডের সর্বমঙ্গলাপল্লী এলাকায় ঘটনাটি ঘটে। বাঁদরের কামড়ে গুরুতর জখম হয় ওই শিশু বর্তমানে মালদা মেডিক্যাল কলেজ হাসাতালে চিকিৎসাধীন। বাকী দুই জনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। ঘটনায় তীব্র আতঙ্ক ছড়িয়ে এলাকায়।
পরিবার ও স্থানীয় সুত্রে জানা গিয়েছে আক্রান্ত শিশুর নাম অমৃতময় দাস(৩)। বাবা সোমনাথ দাস। সোমবার সকালে বাড়ির বারান্দায় খেলা করছিল অমৃতময়। সেই সময় দশ থেকে পনেরোটি একটি বাঁদরের দল তার উপর হামলা চালায়। ছোট শিশুটিকে আঁচড়াতে কামড়াতে থাকে। ছেলেকে বাঁচাতে ছুটে যায় বাবা সোমনাথ দাস তাকেও বাঁদরের দল কামড়ায়। পরিবারের লোকেদের চিৎকারে ছুটে আসে প্রতিবেশিরা। প্রতিবেশিরা বাঁদর তাড়াতে তাদের মধ্যে এক জন জখম হয়। প্রতিবেশিরা জমায়েত হলে পালিয়ে যায় বাঁদরের দলটি। জখম তিন জনকে মালদা মেডিক্যালে ভর্তি করলে দুই জনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেয়। ছোট শিশুটির চিকিৎসা চলছে। তার পেটে মুখে একাধিক বাদরের কামড়ানো ও আঁচড়ানোর চিহ্ন রয়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ দীর্ঘদিন ধরে এলাকায় বাঁদরের তান্ডব চলছে। পাড়ার বাড়ি থেকে খাবার জিনিস থেকে বিভিন্ন জিনস নষ্ট করছে। বিষয়টি বহুবার স্থানীয় কাউন্সিলারকে জানানো হয়েছে। কিন্তু কোন ব্যবস্থা করেননি। এবার বিষয়টি তারা বন দপ্তরকে জানাবেন। তবে এদিনের ঘটনায় তীব্র আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584