পিয়ালী দাস,বীরভূমঃ
সোমবার সকালে বীরভূমের খয়রাশোলে গ্রামের রাস্তায় লাল ঝাণ্ডা নিয়ে মিছিল করছিলেন সিপিএম কর্মী সমর্থকরা।মিছিলের পর গ্রামেরই মোড়ে বিক্ষোভ সমাবেশ করেন তাঁরা।অভিযোগ, সভা শেষ হতেই হামলা চালায় তৃণমূল আশ্রীত দুষ্কৃতীরা।এরপরই তৃণমূল কর্মী শেখ আফজালের ওপর হামলা হয় ।ওই ব্যক্তিকে লক্ষ্য করে গুলি চালানো হয় বলে অভিযোগ। বছর ৩৪-এর শেখ আফজালের পায়ে গুলি লাগে।পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।এ প্রসঙ্গে বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল অভিযোগ করেন,সিপিএমের লোকেরাই হামলা চালিয়েছে।অল্পের জন্য প্রাণে বেঁচে গিয়েছেন তাঁদের কর্মী।তবে স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, বেআইনি কয়লা পাচার নিয়ে সমস্যার সূত্রপাত। ঘটনার তদন্তে নেমেছে পুলিস। এপ্রসঙ্গে এখনও সিপিএমের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। বীরভূমের তৃনমূলের জেলা সভাপতি অনুব্রত মন্ডল বলেন, “ওদের পায়ের তলায় মাটি নেই, তাই গুলি মেরে তৃণমূল কর্মীদের ওপর হামলা করে ভয় দেখানোর চেস্টা করছে,যাতে ওরা এলাকা দখল করতে পারে,কিন্তু কোনো লাভ হবে না,এসব হামলা টামলা করে তৃনমূল কংগ্রেসের একটি চুল ও বাঁকাতে পারবে না। পুলিশের ওপর ভরসা আছে, আশা করব দোষীরা ধরা পরবে।”
সিপিএম এর বীরভূম জেলা সম্পাদক মনসা হাঁসদা দাবী করেন, সোমবার সকালে খয়রাশোলে তৃণমুলী দৌরাত্ব্য, সন্ত্রাস, লুঠতরাজ বন্ধ এবং এলাকায় শান্তি ফিরিয়ে আনার দাবি নিয়ে কয়েকশো মানুষ লালঝান্ডা হাতে পথে নেমেছিলেন।
খয়রাশোল জুড়ে মিছিলের পর বিক্ষোভ সভা হয়।সেই সভা শেষ হতেই অস্ত্র নিয়ে মিছিলের উপর ঝাঁপিয়ে পড়ে তৃণমূলী দুষ্কৃতীরা।মিছিলের ওপর লাঠি-সোঁটা নিয়ে হামলা চালায়, গুলি ছোঁড়ে বলে অভিযোগ।বেশ কয়েকজন সিপিআই (এম) কর্মী জখম হয়েছেন এই হামলায়।পুলিসের সামনেই চলে হামলা। পুলিশ হামলাকারীদের না আটকে আক্রান্তদের সরিয়ে নিয়ে যেতে বেশি সক্রিয় রয়েছে বলে অভিযোগ। এলাকায় এখনো উত্তেজনা চরমে। সিপিআই(এম) কর্মীরাও একজোট হয়ে প্রতিরোধী সরব হয়েছেন রাস্তাতেই।
বীরভূমের জেলা সভাধীপতি বিকাশরায় চৌধুরী বলেন,যে ভাবে বিরোধীরা হাত মিলিয়ে তৃণমূলীদের ওপর হামলা করছে তাতে বিজেপি, সিপিএম দের রাজনৈতিকভাবে বয়কট করা উচিত।
আরও পড়ুনঃ বিজেপির দলীয় সভায় তৃণমূলের বিরুদ্ধে তোপ দিলীপের
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584