নিজস্ব সংবাদদাতা,আরামবাগঃ
গুলিবিদ্ধ হলেন যুব তৃণমূলের এক কর্মী। আশংকা জনক অবস্থায় তাকে আরামবাগের দক্ষিন নারায়ণপুর গ্রামীন হাস পাতালে ভর্তি করা হয়েছে। পরে তাকে কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে।তাকে পর পর তিনটে গুলি করা হয়। তার মধ্যে একটা গুলি তার পায়ে লাগে। আহতের নাম সেখ সইদুল ।
তার বাড়ি আরান্ডির হিয়াতপুর গ্রামে। রবিবার রাতে
এই ঘটনা ঘটে।এই ঘটনার অভিযোগের আঙ্গুল উঠেছে এলাকার মূল তৃণমূলের কর্মীদের দিকে। আহত যুবকর্মী সেখ সইদুলের অভিযোগ, মাদারের কর্মী সেখ জাহাঙ্গীর, সেখ ওহিদুল ও সেখ কালাম এই গুলি করে।
আমাকে লক্ষ্য করে পরপর তিনটে গুলি করে ওরা।ওদের আসল রাগ আমরা যুব করি। ভোটের সময় ওরা আমাদের সাথে পেরে ওঠেনি। তাই এই রাগে ওরা গুলি করে। এবারে বোর্ড গঠন। আমাদের বেশি লোকজন। তাই আমাদের দমন করতে ও ক্ষমতা দখলে রাখতেই এই আক্রমন করে ওরা।
এদিকে ঘটনার খবর পেয়ে আরামবাগ থানার বিশাল পুলিশ ও র্যাফ বাহিনী ঘটনাস্থলে ছুটে যায় এবং পুলিশি টহল চলতে থাকে। যদিও এই অভিযোগ মানতে নারাজ মূল তৃনমূলের আরামবাগ ব্লক সভাপতি স্বপন নন্দী। তাঁর দাবি সি পি এম ও বি জে পি পরিকল্পিত চক্রান্ত।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584