শ্যামল রায়,নদীয়াঃ
বৃহস্পতিবার সকাল সাড়ে পাঁচটা নাগাদ নদীয়া জেলার চাকদা দেবগ্রামে বাসের পিছনে লরির ধাক্কায় আহত হয়েছেন কমপক্ষে কুড়িজন বাস যাত্রী।আহতদের স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে ঘটনাটি ঘটেছে গাংনাপুর থানার দেবগ্রামের চন্ডি তলায়।জানা গিয়েছে যে এদিন আইসমালি থেকে চাকদা গামী একটি যাত্রীবোঝাই বাস দেবগ্রাম এর দিকে যাচ্ছিল।
যাত্রী বোঝাই বাসটি রাস্তার পাশে দাঁড়িয়ে যাত্রী তোলার সময় অতর্কিত নিয়ন্ত্রণ হারিয়ে বালি বোঝাই একটি লরি বাসের পিছনে ধাক্কা মারে। বাসটি অনেকটাই ক্ষতিগ্রস্ত এবং পিছনে থাকা যাত্রীরা কম বেশি আহত হয়েছেন।দ্রুত স্থানীয় বাসিন্দারা এবং পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায় কয়েকজনকে ভর্তি করা হয়েছে এবং বেশিরভাগ যাত্রীদের ছেড়ে দেয়া হয়েছে বলে জানা গিয়েছে।
এই ঘটনাকে কেন্দ্র করে বালি বোঝাই লড়ি কে পুলিশ আটক করেছে।এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় সাময়িকভাবে রাস্তায় যানজট তৈরি হয়ে যায়।পুলিশ তৎপরতার সঙ্গে পরিস্থিতি স্বাভাবিক করে বলে জানা যায়।
আরও পড়ুনঃ ট্রাক্টর উল্টে চালকের মৃত্যু
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584