নিজস্ব সংবাদদাতা,উত্তর ২৪ পরগনাঃ
বোমার আঘাতে হাত উড়ল যুবকের। শনিবার রাতে ঘটনাটি ঘটে উত্তর ২৪ পরগনা জেলার দেগঙ্গা থানার হাতিপাড়ায়।
![injured masinur Islam | newsfront.co](https://newsfront.co/wp-content/uploads/2019/07/injured-masinur-Islam-0A-newsfront.co_.jpg)
পুলিশ সূত্রে খবর যুবকের নাম মসিনুর ইসলাম (২৪)।বৃহস্পতিবার রাতে দেগঙ্গা থানার হাতিপাড়ায় হঠাৎ প্রচন্ড শব্দ শুনে এলাকার মানুষ দেখতে পান রাস্তার উপরে ছটফট করছে মসিনুর।গোটা এলাকায় বারুদের গন্ধ,হাতের কব্জির নিচে অনেকটাই নেই তার। তারপর তাকে দত্তপুকুর এলাকায় একটা বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয়। সে রাতেই স্থানীয় মানুষ পুলিশে খবর দেন।
পুলিশের অনুমান বোমার আঘাতেই হাত উড়েছে যুবকের। স্থানীয়দের অনুমান বোমা বাঁধতে গিয়ে এমন দুর্ঘটনা হতে পারে।
আরও পড়ুনঃ সম্মান রক্ষার্থে হত্যা, মহিলার স্বীকারোক্তিতে মাটির তলা থেকে দেহ উদ্ধার
তার স্ত্রীর দাবি এদিন রাতে মসিনুর ঘরে ঘুমাচ্ছিলেন।হঠাৎ প্রচন্ড শব্দ শুনে বাইরে গিয়ে দেখেন মসিনুর যন্ত্রনায় চিৎকার করছেন। মসিনুর পুলিশকে বলেন যে রাস্তায় একটা প্যাকেট পরে থাকতে দেখে তিনি হাত দেন,তার পরেই এমন বিস্ফোরণ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584