নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা রোডের ডুকি গ্রামে আদিবাসী এলাকায় গভীর রাতে একটি দাঁতাল হাতি হামলা চালায়।রঘুপতি মান্ডি নামে এক যুবক আহত হয়। খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা আহত যুবককে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে।
স্থানীয় বাসিন্দা রাজীব ঘোষ জানান,জঙ্গল লাগোয়া গ্রাম হওয়ায় আড়াবাড়ি জঙ্গল থেকে একটি হাতি রাতের বেলা হামলা চালায়।দুই যুবকবাড়ির উঠানে একটি মাচার মধ্যে ঘুমাচ্ছিল। অতর্কিতেই এক যুবককে ধরে ফেলে আছাড় দেয় হাতিটি। হাতিটি আরাবারি জঙ্গল দিকে চলে যায়।আহত রঘুপতি মান্ডিকে আশঙ্কাজনক অবস্থায় মেদিনীপুর মেডিকেল কলেজে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বনদপ্তর সূত্রে জানা গেছে, আরাবারি রেঞ্জের মহিষদুবি এলাকায় হাতিটির অবস্থান ছিল।তারপর হঠাৎ করেই শুনতে পাই ডুকি গ্রামে হামলা চালিয়েছে।জঙ্গল লাগোয়া গ্রামগুলির মানুষকে আমরা সতর্ক করেছি যাতে তারা সতর্ক থাকে।
আরও পড়ুনঃ নেই ক্ষতিপূরণের ব্যবস্থা,অব্যাহত হাতির হানা,বাড়ছে ক্ষোভ
উল্লেখ্য,দিন কয়েক আগেই শালবনি আজনাশুলীতে হাতির হানায় মৃত্যু হয়েছে এক যুবকের।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584