নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুরঃ
আবারও বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে এল পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া এলাকায়। গত বুধবার রাতে বিজেপির দলীয় কার্যালয়ে হামলা চালানোর অভিযোগ ওঠে বিজেপি নেতৃত্বের ওপর। এই ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।
এই বিষয় নিয়ে তমলুক থানায় অভিযোগ জানানো হয়েছে, ইতিমধ্যেই তদন্তে নেমেছে তমলুক থানার পুলিশ। তমলুক সাংগঠনিক জেলার ভারতীয় মজদুর সংঘের সভাপতি কাজল আলী,সাংবাদিকদের মুখোমুখি হয়ে একাধিক অভিযোগ তোলেন নিজের দলের নেতৃত্বের উপর, এমনকি বর্তমান শাসক দলের দালাল বলেও কিছুজনদের আখ্যা দেন তিনি।
শুধু তাই নয় তোলাবাজি থেকে শুরু করে বিভিন্ন অরাজনৈতিক কাজের সঙ্গে যুক্ত থাকার অভিযোগ তোলেন তিনি।
আরও পড়ুনঃ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে বিশ্বভারতীতে ডেকে আনার অভিযোগ উপাচার্যের বিরুদ্ধে
ইতিমধ্যেই দলীয় কার্যালয়ে হামলার অভিযোগ নিয়ে আন্দোলনে নামার হুঁশিয়ারি দিলেন তমলুক সাংগঠনিক জেলার ভারতীয় মজদুর সংঘের সভাপতি কাজল আলী, এই বিষয় নিয়ে আগামীদিনে প্রতিবাদ করবে বিজেপি নেতৃত্ব বলে খবর। যা নিয়ে রাজনৈতিক মহলে যথেষ্ট শোরগোল পড়ে গিয়েছে। এই বিষয় নিয়ে কার্যত কটাক্ষ করার প্রস্তুতি শুরু করে দিয়েছে বিভিন্ন রাজনৈতিক দলগুলি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584