নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ
মুর্শিদাবাদের বেলডাঙায় তৃণমূল কংগ্রেসের বিবাদমান দুই গোষ্ঠীর গ্রাম দখলের লড়াইয়ে আজ সকাল থেকে ব্যাপক বোমাবাজি শুরু হয়। ভাঙচুর ও লুঠপাট করা হয় বেশ কিছু বাড়িতে। ঘটনায় সন্ত্রস্ত গোটা গ্রাম।
সকাল থেকেই জেলার অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে বেলডাঙা-সহ তিনটি থানার পুলিশ বাহিনী এলাকায় নামায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলেও গ্রামবাসীরা আতঙ্কিত হয়ে পড়েছেন।
অভিযোগ, বেলডাঙার হিজুলি মাঠপাড়ায় স্থানীয় মোড়ল গোষ্ঠী ও মাঠপাড়া গোষ্ঠীর মধ্যে বিবাদ দীর্ঘদিনের। দুই গোষ্ঠীই তৃণমূল কংগ্রেসের বিধায়ক রবিউল ইসলাম ও সম্প্রতি দলে যোগ দেওয়া প্রাক্তণ মন্ত্রী হুমায়ুন কবীরের দুই শিবিরের মদতপুষ্ট।
আরও পড়ুনঃ ফুসফুস ক্যান্সারে আক্রান্ত সঞ্জু বাবা
সম্প্রতি ঐ এলাকায় লাগাতার বোমা উদ্ধারের ঘটনা ঘটে। গতরাতে এক যুবককে মারধরের ঘটনায় এলাকা পুনরায় উত্তপ্ত হয়ে ওঠে। আজ সকাল থেকেই দু’পক্ষ বোমাবাজি শুরু করে। ইতি মধ্যেই গ্রামের দখল নিয়েছে বিরাট পুলিশবাহিনী, বসানো হয়েছে পুলিশ পিকেট। গোটা গ্রাম পুরুষ শূণ্য।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584