বিজেপির রথযাত্রা নিয়ে অনুব্রতর কটাক্ষ

0
76

পিয়ালী দাস,বীরভূমঃ
আর এস এস -কে পাঁচন দিয়ে সোজা করব”।আজ বীরভূমের নলহাটি ২ নম্বর ব্লকের লোহাপুরে জেলা তৃণমূল কংগ্রেসের জনসভায় বিজেপি-কে কটাক্ষ অনুব্রত মণ্ডলের।
১৯ জানুয়ারি মমতা বন্দ্যোপাধ্যায় ব্রিগেডে যে জনসভার ডাক দিয়েছেন, সেই জনসভাকে সাফল্যমণ্ডিত করার জন্য ইতিমধ্যেই প্রতিটি ব্লকে সভা করছে তৃণমূল কংগ্রেস। আজকের এই সভায় উপস্থিত ছিলেন তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল, সহ-সভাপতি রানা সিংহ, মৎস্যমন্ত্রী চন্দ্রনাথ সিনহা, বীরভূম সভাধিপতি বিকাশরঞ্জন রায় সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ।বিজেপি প্রসঙ্গে অনুব্রত মণ্ডল বলেন, “কিছু RSS-র দল পাড়ায় পাড়ায় ঢুকে নোংরামি করবে, বলবে বিজেপি-কে ভোট দাও। একটাও ভোট দেবেন না।আর যদি আরএসএস-র টিম পাড়ায় ঢোকে, তাহলে পাঁচন দিয়ে সোজা করে দিন।আমি আছি আপনাদের সঙ্গে।” বিজেপি-কে বারবার আক্রমণ করেছেন অনুব্রতবাবু।

সভায় বক্তৃতা দিচ্ছেন জেলা সভাপতি। নিজস্ব চিত্র

জানা গেছে,আরএসএস কর্মীরা পাড়ায় পাড়ায় গিয়ে আসন্ন লোকসভার জন্য বিজেপি-র হয়ে সংগঠনের কাজ করছে। তাই এবার তাঁর নিশানা আরএসএস।
অন্যদিকে অনুব্রতবাবুকে বিজেপি-র রথযাত্রা নিয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন, “এখন তো রথ নয়।রথ হয় আষাঢ় মাসে।আমার তরফে এখনও খোল রেডি হয়নি, তাই বিজেপি-র রথযাত্রার সঙ্গে সঙ্গে হরিনাম সংকীর্তনের মিছিল পিছিয়ে দিলাম।” তিনি আরও বলেন, “রথের সামনে ৪০০০ খোল এবং ৮০০০ খঞ্জনি নিয়ে তৃণমূল কর্মীরা হরিনাম সংকীর্তনের মিছিল করবে।কারণ এই রথযাত্রাই বিজেপির-র শেষ যাত্রা।” বিজেপি-র রথযাত্রার সময়সূচি পরিবর্তন সম্পর্কে অনুব্রতবাবু বলেন, “খোল করতালের ভয়ে বিজেপি রথযাত্রা পিছল।” এর জবাবে বিজেপি-র জেলা সভাপতি রামকৃষ্ণ রায় বলেন, “খোল করতালের ভয়ে নয়, আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব সময়সূচিতে পরিবর্তন করেছে, তাই তারিখ পিছিয়েছে।খোল করতালের সাথে এর কোনও সম্পর্ক নেই।”

আরও পড়ুনঃ বহুজন ক্রান্তি মোর্চার থানা ঘেরাও কর্মসূচি

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here