সুখবর দিল সুচন্দ্রা!

0
152

নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ

লকডাউনে সবাই কিছু না কিছু সৃজনশীল কাজে নিজেদের নিয়োজিত করছেন। কেউ বানাচ্ছেন শর্ট ফিল্ম, কেউ মিউজিক ভিডিও কেউ বা মিউজিক্যাল শর্টস। আর তা ছাড়ছেন নিজেদের ইউটিউবে। কিন্তু সবার কি ইউটিউব চ্যানেল আছে? না বোধহয়। তাই ফেসবুক ভরসা। সেখানেই নিজেদের শিল্পকর্ম প্রদর্শন করছেন তাঁরা।

Suchandra | newsfront.co

কেউ নাচ করছেন, কেউ গান, কেউ বা একাঙ্ক অভিনয়, কেউ করছেন কৌতুক নকসা, কেউ বা ৫-৬ মিনিটের ছোট ছবি বানিয়ে ফেলছেন। এহেন শিল্পীমনের মানুষদের জন্য সুখবর নিয়ে এলেন অভিনেত্রী-প্রযোজক সুচন্দ্রা ভানিয়া এবং তাঁর প্রোডাকশন হাউজ জাস্ট স্টুডিও।

আরও পড়ুনঃ রাজ পরিবারে সুখবর, মা হতে চলেছেন শুভশ্রী

প্রতিভাবানদের প্রতিভা দেখানোর জায়গা করে দিতে চলেছে তারা। নিজেদের শিল্পকর্মের ভিডিও ল্যান্ডস্কেপ মোড-এ তুলে হোয়াটস অ্যাপ করে পাঠাতে হবে জাস্ট স্টুডিওকে। সকলের পারফরম্যান্স তুলে ধরা হবে পেজ-এ। সেরাদের চান্স দেওয়া হবে এই হাউজের তরফে বানানো আগামী ছবি কিংবা ওয়েব সিরিজে। তাই আর দেরি কেন? নিজেদের আরও একটু ঘষে মেজে নিয়ে শুরু করুন প্রয়াস। নিজের শিল্পকর্ম হোয়াটস অ্যাপে পাঠিয়ে দিন এই নম্বরে। ফোন নম্বরঃ ৭৪৩৯২১৯৫৭২

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here