কোন্নগরে বৈশাখী কবিতা উৎসবের শুভ উদ্বোধন

0
129

শ্যামল রায়,হুগলিঃ

Insinuation of poem festival at konnagar
নিজস্ব চিত্র

বাংলার রাইটার্স ফোরাম ও মফস্বল বাংলা কবিতা একাডেমির যৌথ উদ্যোগে সারাবাংলা বৈশাখী কবিতা উৎসব অনুষ্ঠিত হলো
কোন্নগরে।রবিবার কোন্নগরের রামেন্দ্র পাঠ ভবনে অনুষ্ঠিত কবিতা উৎসবের উদ্বোধন করেন বিশিষ্ট সমাজসেবী কবি ও গবেষক সুহাস ভট্টাচার্য।প্রধান ও বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে কবি সুনীল চক্রবর্তী কবি অজয় চক্রবর্তী।কবিতা উৎসবে সভাপতিত্ব করেন বিশিষ্ট কবি ও গবেষক তাপস বন্দ্যোপাধ্যায়। কবিতা উৎসবের কনভেনার শৈলেন্দ্র নাথ চক্রবর্তী উপস্থিত থেকে সকল কবি বন্ধুকে শুভেচ্ছা জানান।

Insinuation of poem festival at konnagar
নিজস্ব চিত্র

কবিতা উৎসবের প্রয়োজনীয়তা এবং সাম্প্রতিককালে লিটিল ম্যাগাজিন নতুন প্রজন্মের কাছে ভীষণ ভাবে সমাদৃত হয়েছে দাবি করেন দুই সংগঠনের রাজ্য সম্পাদক কবি ও সাংবাদিক শ্যামল রায়।মঞ্চে উপস্থিত বিশিষ্টজনদের ফুলের স্তবক দিয়ে সম্মান জানান কবি শিখা চৌধুরী,কিউটি বসু ও রনিতা মল্লিক।
উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন বিশিষ্ট কবি তমা সরকার।
উপস্থিত বিশিষ্ট কবিদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন সোমা মুখোপাধ্যায়, সুমাল্য মৈত্র ,জগন্নাথ কৌরি,প্রশান্ত দে,রনিতা মল্লিক, মোনালিসা নায়েক,শাহানা আফরোজ,পার্থ চট্টোপাধ্যায়, তন্ময় চৌধুরি,জয়া ঘটক,পাপিয়া বন্দ্যোপাধ্যায়, ঝরনা ভট্টাচার্য্য,সুশান্ত ঘোষ,সঞ্জীব চন্দ্র বসাক, মায়া রায় টিকাদার,সুমনা ভট্টাচার্য,ইন্দ্রানী চট্টোপাধ্যায়,শ্রাবণী হাজরা ঘোষ,উদয় কুমার সাহা, শিখা চৌধুরী ,রাজ কুমার চক্রবর্তী ,সুপ্রিয়া চক্রবর্তী,ষষ্ঠী চরন ঘোষ,শিব শেখর গণ,প্রবীর প্রামানিক,বিকাশ বিশ্বাস,বিশ্বনাথ বিশ্বাস, লাল বাহাদুর ছেত্রী,সত্যব্রত বন্দ্যোপাধ্যায়,কুমারেশ সর্দার,জয়দেব মণ্ডল,নব কুমার সরকার, আশুতোষ রায়,উজ্জ্বল বন্দোপাধ্যায় ,সজল বন্দ্যোপাধ্যায়,দূর্বা ঘোষ, তাপসী ভট্টাচার্য্য, সৌরজিত দাস, রজত মোহন রায়,সুভাষ চন্দ্র হালদার ,তীর্থঙ্কর মন্ডল ,দেবদাসী চক্রবর্তী, গার্গী দেব ,অঞ্জনা দাস ,পুষ্পিতা চ্যাটার্জী ,পলাশ দাশ, মঞ্জু মুখার্জি ,সুজাতা ঘোষ রায় ও শ্রাবণী মুখার্জি।
বৈশাখী কবিতা উৎসবে দুই বিশিষ্ট কবি ও সমাজসেবী শিব শেখর গণ ও কবি দেব দত্ত কে সম্মান জানানো হয়। বাংলার রাইটার্স ফোরাম ও মফস্বল বাংলা কবিতা অ্যাক্যাডেমি ইতিমধ্যেই বাংলার বিভিন্ন জেলায় কবিদের কাছে একটি সুপরিচিতি নাম হয়ে উঠেছে কবিদের সংঘটিত করে নতুন লেখক লেখিকাদের সাংবাদিক ও সম্পাদকদের সঙ্গে একটা মেলবন্ধন ঘটানোর উদ্যোগ গ্রহণ করে চলছে।সংগঠনের রাজ্য সম্পাদক শ্যামল রায় জানিয়েছেন যে সাম্প্রতিককালে সাহিত্য সংস্কৃতিতে কবিদের একটা বিশাল ভূমিকা রয়েছে কবিরাই পারে গোটা সমাজ ব্যবস্থাকে একটি সুন্দর প্রস্ফুটিত ফুলের মতন করে দিতে তাই এই সময়ে কবিদের কাছে এই ধরনের কবিতা উৎসব ক্রমশ গুরুত্বপূর্ণ হয়ে উঠছে।

Insinuation of poem festival at konnagar
নিজস্ব চিত্র

অনুষ্ঠানের সভাপতি তাপস বন্দ্যোপাধ্যায় কবিদের উদ্দেশ্যে বলেন কবিতায় পারে সমাজের প্রতি নতুন বার্তা দিতে একটি সুন্দর ব্যবস্থাপনায় কবিদের অংশগ্রহণের কথা তিনি উল্লেখ করেছেন। কবিতা উৎসবের কনভেনার সৌরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন এই প্রথম একটি বড় ধরনের কবিতা উৎসব অনুষ্ঠিত হলো হুগলি জেলার কোন নগরে তিনি ভীষণ ভাবে খুশি এবং আনন্দে মেতে উঠেছেন এই কারণেই বৃদ্ধ বয়সে এই ধরনের উৎসবে নিজেকে সামিল করতে পেরে।

আরও পড়ুনঃ সারা বাংলা কবিতা উৎসবের উদ্বোধন

Insinuation of poem festival at konnagar
নিজস্ব চিত্র

বিশিষ্ট কবি সুভাষ ভট্টাচার্য ও সুনীল চক্রবর্তী বলেন যে শ্যামল রায়ের নেতৃত্বে আজ বাংলা জুড়ে যে ধরনের কবিদের সংগঠিত করার উদ্যোগ তিনি গ্রহণ করেছেন কবিতা উৎসবের আয়োজন করে চলছেন সে ক্ষেত্রে কবিরা অনেকটাই আশাবাদী যে আগামী দিন এই ধরনের উৎসব আরো গুরুত্বপূর্ণ হয়ে উঠবে লিটিল ম্যাগাজিন এর ক্ষেত্রে। রামেন্দ্র পাঠভবনের গ্রন্থাগারিক শরদিন্দু ভুঁইয়া জানিয়ে দেন যে এই ধরনের কবিতা উৎসব তার কাছে প্রথম পাওনা তিনি ভীষণভাবে আনন্দিত খুশি তাদের মতো পাঠ ভবনে কবিতা উৎসবের আয়োজন করায় উদ্যোক্তাদের আগামী দিন পাশে থাকবেন সহযোগিতা করবেন এই আশ্বাস দেন তিনি।অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন সুপ্রিয়া চক্রবর্তী ,সুমনা ভট্টাচার্য,তমা সরকার তন্ময় চৌধুরি প্রমূখ।আগত কবিদের অভিনন্দন জানান সংগঠনের রাজ্য সম্পাদক শ্যামল রায়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here