এনআরসি ও নোটবন্দী ইস্যুতে মোদির বিরুদ্ধে তোপ দাগলেন পূর্ণেন্দু বসু

0
86

নিজস্ব সংবাদদাতা,দক্ষিণ দিনাজপুরঃ

Insinuation of purnendu Basu against modi
নিজস্ব চিত্র

দক্ষিন দিনাজপুর জেলার কুশমন্ডিতে দাঁড়িয়ে এন.আর.সি নিয়ে ও নোট বন্দি করা নিয়ে বিজেপিকে কটাক্ষ করেন তৃণমূল নেতা পূর্ণেন্দু বসু।তিনি বললেন নাগরিক পঞ্জী তৈরীর মধ্য দিয়ে সুপ্রিম কোর্ট কেন বলেছিল তার ব্যাখ্যা আলাদা।বিজেপিকে আক্রমণ করে পূর্ণেন্দু বসু বলেন,’এরা সেটাকে যেভাবে বাঙালী বিদ্বেষী জায়গায় নিয়ে যাচ্ছে তার উদ্দেশ্য সম্পূর্ণ আলাদা,বাংলায় আসলেই ওদের মুখ থেকে এই বুলি বের হয়,আমরা এর ঘোরতর বিরোধী।সেই সাথে নোট বন্দি পাশাপাশি বিজেপিকে চ্যালেঞ্জ জানিয়ে তৃণমূল নেতা পূর্ণেন্দু বসু বলেন চ্যালেঞ্জ নিতে রাজি আছি আপনারা এটা করে দেখান। শনিবার বালুরঘাট লোকসভা কেন্দ্রের কুশমন্ডি ব্লকের ৫নং দেউল গ্রাম পঞ্চায়েত এলাকায় ছিল তৃণমূল কংগ্রেসের নির্বাচনী প্রচার সভা।এদিন এই সভায় মূল বক্তা ছিলেন তৃণমূল নেতা পূর্ণেন্দু বসু।সভায় উপস্থিত ছিলেন তৃণমূল নেতা শংকর চক্রবর্তী,তৃণমূল কংগ্রেসের কুশমন্ডি ব্লকের কার্যকরী সভাপতি রিতেশ জোয়ারদার,তৃণমূল যুব কংগ্রেসের দক্ষিণ দিনাজপুর জেলার কার্যকরী সভাপতি অম্বরিশ সরকার সহ কুশমন্ডি ব্লকের তৃণমূল কংগ্রেসের একাধিক নেতা-নেত্রী। বালুরঘাটের তৃণমূল কংগ্রেস প্রার্থী অর্পিতা ঘোষ-এর সমর্থনে এদিনের এই প্রচার সভায় ছিল সাধারণ মানুষদের উপচে পড়া ভিড়।সভায় বক্তব্য রাখতে উঠে এদিন তৃণমূল নেতা পূর্ণেন্দু বসু ছিলেন শুরু থেকেই বিজেপির বিরুদ্ধে আক্রমণাত্মক।বিদেশ থেকে কালো টাকা ফিরিয়ে আনতে না পারা, র‍্যাফাল বিমান কেনা নিয়ে দূর্নীতি, দেশের প্রতিটি নাগরিকদের ব্যাংক আকাউন্টে ১৫ লক্ষ টাকা না ঢোকা প্রভৃতি অভিযোগ তুলে পূর্নেন্দু বসু বিজেপির বিরুদ্ধে আক্রমণাত্মক বক্তব্য পেশ করেন।এর পাশাপাশি মোদী কথা বলেন বেশী, কাজ করেন কম বলে নরেন্দ্র মোদীর উদ্দেশ্যে ছুড়ে দেন কটাক্ষের বাণ। সভা শেষে এন.আর.সি প্রসঙ্গে বিজেপিকে চ্যালেঞ্জ জানান তৃণমূল নেতা পূর্ণেন্দু বসু। পশ্চিমবঙ্গকে রবীন্দ্রনাথ- নজরুল ইসলাম- নেতাজীর দেশ বলে অভিহিত করার পাশাপাশি পূর্নেন্দু বসু বলেন,’আমার রাজ্যে যদি কেউ আশ্রয়প্রার্থী হয়,মানবিকতার খাতিরে আমরা অন্য জায়গার মানুষকে ঘাড় ধাক্কা দিয়ে তাড়িয়ে দেব এটা হতে পারে না।’

আরও পড়ুনঃ নির্দলে মোদীর বিরুদ্ধে প্রার্থী তেজ বাহাদুর

রাজনৈতিক বিশ্লেষকদের মতে এর আগেও এন.আর.সি বিষয়ে বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলির আক্রমণের মুখে পড়েছে একাধিকবার।তাদের মতে লোকসভা নির্বাচনের প্রাক্কালে আবারও এন.আর.সি প্রসঙ্গ তুলে বিজেপিকে যে কোণঠাসা করতে চাইছে তৃণমূল তা তৃণমূল নেতা পূর্ণেন্দু বসু-র বক্তব্যেই অনেকটা পরিষ্কার।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here