নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়িঃ
বৃহস্পতিবার শিলিগুড়ি মহকুমা ফাঁসিদেওয়া ব্লকের বিধাননগরে ট্রাফিক আইন ভঙ্গকারিদের ফাইনের বদলে খাওয়ানো হল পিঠে। এমনই অভিনভ উদ্যোগ নিল ঘোষপুকুর রুরাল ট্রাফিক পুলিশের সহযোগিতায় বিধাননগর স্যোসাল ওয়েলফেয়ার সোসাইটি।

এদিন বিধাননগর ৩১ নং জাতীয় সড়কের উপর দিয়ে যাওয়া হেলমেট বিহীন বাইক আরোহীদের দাড় করিয়ে পিঠে খাওয়ান। এর পাশাপাশি তাদের ট্রাফিক আইন সম্পর্কে সচেতন করা হয়। যদিও একজন হেলমেট বিহীন বাইক আরোহী পিঠে খেতে বলেই বসলেন যে এরপর থেকে বাইক নিয়ে বেরোলে হেলমেট পড়েই বের হবেন।

এই বিষয়ে ঘোষপুকুর রুরাল ট্রাফিক ওসি সঞ্জীব দও বলেন যে এক অভিনব উদ্যোগ নিয়েছে বিধাননগর স্যোসাল ওয়েলফেয়ার সোসাইটি। তাদেরকে আমরা সাধুবাদ জানাচ্ছি।

এদিন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিধাননগর সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির প্রতিষ্ঠাতা বাপন দাস, সমাজসেবী মিন্টু দাস, চন্দন সরকার, রাজু দাস সহ অনেকেই।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584