ফিরোজ সেখ, ফরাক্কা:
অর্থ ,শিক্ষা ও সংস্কৃতি নানা দিকে পিছিয়ে পড়া মুর্শিদাবাদ ফারাক্কা ব্লকের একটি পঞ্চায়েত ” মহেশপুর” । অত্র এলাকায় চারটি প্রাথমিক বিদ্যালয়, একটি এম.এস.কে. ও একটি এস. এস. কে.-ছাড়া কোনো সরকারি বা বেসরকারী মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান ছিল না । 2010 সালে মহেশপুর অঞ্চলে বটতালায় আত্মপ্রকাশিত হয় ” নুর জাহানারা স্মৃতি জুনিয়র হাই মাদ্রাসা”।
কিছুদিন পর, এই শিক্ষা প্রতিষ্ঠানে প্রধান শিক্ষক পদে যোগ দান করেন জানে আলম মহাশয় । তিনি শিক্ষাকে ভালোবাসেন, শিক্ষার মাধ্যমে সমাজের সেবা করতে চান। শিশুর উজ্জ্বল ভবিষ্যৎ নির্মাণ, আদর্শ সমাজ গঠন, দেশ ও জাতির উন্নয়নের লক্ষ্যে শিক্ষক, শিক্ষানুরাগী ব্যক্তি, আধিকারিক ও অভিভাবকদের নিয়ে আন্তরিক প্রচেষ্টায় পথ চলা শুরু করেন ।
সহকর্মী , পরিচালন সমিতি, অভিভাবক- সকলের ভালোবাসা ও সহযোগিতায় প্রধান শিক্ষক এই পিছিয়ে পড়া এলাকায় প্রথম একটি জুনিয়র শিক্ষা প্রতিষ্ঠানকে থেকে মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে উন্নিত করলেন ।
এলাকাবাসী আজ আনন্দে আত্মহারা, উৎসব মুখর। উচ্চ শিক্ষার পথ পেল তারা । একটি নিউ সেট আপ মাদ্রাসাকে সকলের প্রচেষ্টায় প্রধান শিক্ষক আলম সাহেব দ্রুতগতিতে উন্নয়নমুখী করলেন। বিদ্যুৎ, জল সংযোগ,পোষাক-পরিচ্ছদ, মিড-ডে-মিল, পঠন-পাঠন, গৃহনির্মান, শিশুদের শরীরচর্চা, সৎ ও নৈতিক চরিত্র গঠনে সবার নজর কেড়েছে এই প্রতিষ্ঠান।
তিনি সহকর্মীদের নিয়ে বাড়ী বাড়ী ঘুরে শিক্ষার চেতনা গড়ে তোলেন, বিনা বেতনে শিশুদের ভর্তি করেন। তাঁর কাজ-কর্মে এলাকাবাসী সন্তূষ্ট। আজ আনন্দের এই দিনে, প্রধান শিক্ষক এলাকাবাসীদেরকে আরও কথা দেন যে তিনি এই মাদ্রাসাকে উচ্চ-মাধ্যমিকে উন্নিত , ভোকেসনাল ট্রেনিং, ছাত্রী-হোস্টেল নির্মানের প্রচেষ্টা করবেন।
এই প্রচেষ্টায় ফারাক্কা ব্লকে আরও দুটি জুনিয়র হাই মাদ্রাসা -হাজি কলিমুদ্দিন ও তুলসী পুকুর জু: হাই মাদ্রাসা- হাই মাদ্রাসায় উন্নিত হল। মাদ্রাসাগুলির উন্নয়নে দীপঙ্কর গোস্বমী (DME) ও মহ মোস্তাফিজুর রহমানের ভূমিকা অনিস্বীকার্য।
যেহেতু রাজ্যের মাদ্রাসাগুলোতে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া বন্ধ, তাই প্রশ্ন উঠছে-এই মাদ্রাসাগুলো মাধ্যমিকে উন্নিত হলেও শিক্ষক কোথায় পাবে?
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584