কুইজ কেন্দ্রের উদ্যোগে বালিকাদের আন্তঃবিদ্যালয় কুইজ প্রতিযোগিতা

0
107

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ

ছাত্রীদের উৎসাহ দিতে মেদিনীপুর কুইজ কেন্দ্র সোস্যাল ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে অনুষ্ঠিত হলো বালিকাদের আন্তঃবিদ্যালয় কুইজ প্রতিযোগিতা। বৃহস্পতিবার মেদিনীপুর শহরের বিদ‍্যাসাগর স্মৃতি মন্দিরে আয়োজিত এই প্রতিযোগিতার উদ্বোধন করেন রাজা নরেন্দ্রলাল খাঁন, মহিলা মহাবিদ্যালয়ের অধ‍্যক্ষা জয়শ্রী লাহা।

নিজস্ব চিত্র

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলা তথ্য সংস্কৃতি আধিকারিক অন‍্যন‍্যা মজুমদার। এছাড়াও উপস্থিত ছিলেন মহিষাদল রাজপরিবারের সদস্য শৌর্য প্রসাদ গর্গ, সমাজকর্মী রোশেনারা খাঁন, বিষ্ণুপুর রামানন্দ কলেজের অধ্যক্ষা স্বপ্না ঘোড়ুই, কুইজ কেন্দ্রের সভাপতি রিংকু চক্রবর্তী, সম্পাদক মৌসম মজুমদার, গৌতম বোস, সুজন বেরা, চঞ্চল হাজরা, নিখিলেশ সামন্ত ,অমিতেশ চৌধুরী, নারায়ণ প্রসাদ চৌধুরী,প্রসূন পড়িয়া প্রমুখ। স্বাগত ভাষণ দেন কুইজ কেন্দ্রের সম্পাদক মৌসম মজুমদার। প্রদীপ প্রজ্জ্বলন ও চারা গাছে জল ঢেলে প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।অমিতেশ চৌধুরীর নেতৃত্বে উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন কুইজ কেন্দ্রের মহিলা সদস‍্য-সদস‍্যারা।এদিনের অনুষ্ঠানে নারায়ণগড় থানার সরিষা কুনারপুর হাইস্কুলের সাহসী ছাত্রী রূম্পা প্রামানিককে বিশেষ সম্মাননা জানানো হয়। সম্প্রতি পুকুরে পড়ে যাওয়া এক দেড় বছরের শিশু কে বাঁচিয়ে সংবাদ শিরোনামে এসেছিল। এছাড়াও এদিন তমলুক কলেজের রসায়ন অনার্সের দুঃস্থ ও মেধাবী ছাত্রী অনিন্দিতা মহাপাত্রকে আর্থিক সহায়তা করা হয়। দুই মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলার বিভিন্ন বিদ্যালয়ের মোট ৭৫টি টীম অংশগ্রহণ করে।

নিজস্ব চিত্র

এরমধ্যে প্রথম পর্বের পর ৩২ টি টিম সেমিফাইনালে যায়। এর মধ্যে ৮ টিম ফাইনালে উঠে। সেমিফাইনালে ওঠা সমস্ত টিম কে মেডেল এবং ফাইনালের সব টিমকে স্মারক দিয়ে পুরস্কৃত করা হয়। এদিনের কুইজে প্রথম হয় পাঁশকুড়া গার্লস হাইস্কুলের ছাত্রী সুপ্তি ঘোড়ই ও সায়ন্তিকা কর, দ্বিতীয় হয় মৌপাল দেশপ্রাণ বিদ‍্যাপীঠের ছাত্রী মাম্পি মাহাত, শিউলি বিশ্বাস, যুগ্মভাবে তৃতীয় হয় বিদ‍্যাসাগর বিদ‍্যাপীঠ গার্লস হাইস্কুলের দুটি টীমের ছাত্রী অর্চিস্মিতা কুইলা, অবন্তিকা ধাড়া, শ্রেয়া ঘোষ ও দেবস্মিতা রায়। প্রথম,দ্বিতীয় ও তৃতীয় দলকে সুদৃশ্য ট্রফি দিয়ে পুরস্কৃত করা হয়।এছাড়াও যে বিদ্যালয়গুলি ফাইনালে যায় তারা হলো বিদ‍্যাসাগর শিশু নিকেতন, আনন্দপুর সন্তোষ কুমারী গার্লস হাইস্কুল, গোয়ালতোড় গার্লস হাইস্কুল,কোলা ইউনিয়ন হাইস্কুল।

নিজস্ব চিত্র

প্রতিযোগিতায় পুরুষ কুইজ মাস্টারের পাশাপাশি মহিলা কুইজ মাস্টাররা কুইজ পরিচালনায় সক্রিয় ভাবে অংশ গ্রহণ করেন। প্রতিযোগিতা সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় সবাইকে ধন্যবাদ জানান প্রতিযোগিতার যুগ্ম আহ্বায়িকা আল্পনা দেবনাথ বসু ও শবরী বসু। কুইজকে সর্বাঙ্গ সুন্দর করে তুলতে চেষ্টার ত্রুটি করেননি স্নেহাশীষ চৌধুরী,মণিকাঞ্চন রায়, অরিন্দম দাশসহ অন্যান্য সদস্যরা।

আরও পড়ুনঃ এবিভিপির মিছিল ঘিরে উত্তেজনা শিলিগুড়িতে

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here