বিশ্ব শিশুশ্রম বিরোধী সপ্তাহ বিষয়ক প্রচারের জন্য জিয়াগঞ্জ ব্লকের ট্যাবলো

0
51

সজিবুল ইসলাম, মুর্শিদাবাদঃ

অ্যাকশন এগেনস্ট ট্রাফিকিং এন্ড সেক্সুয়াল এক্সপ্লইটেশন অফ চিল্ড্রেন, ওয়েস্ট বেঙ্গল এর উদ্যোগে ও জবালা অ্যাকশন রিসার্চ অর্গানাইজেশন এর সহযোগিতায় মুর্শিদাবাদ জিয়াগঞ্জ ব্লকে একটি ট্যাবলো ভ্যানের আয়োজন করা হয় বিশ্ব শিশুশ্রম বিরোধী সপ্তাহ বিষয়ক প্রচারের জন্য।

নিজস্ব চিত্র

এই ট্যাবলো গাড়ি মুর্শিদাবাদ জিয়াগঞ্জ ব্লকের লালবাগ বিডিও অফিস মোড়, নাকুরতলা মোড়, তেতুলিয়া পঞ্চায়েতের গুধিয়া ও তেঁতুলিয়া হাই স্কুল মোড়, পঞ্চায়েত অফিস মোড়, কাপাসডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের রামদাসপুর ইটভাটা এলাকা, পঞ্চায়েত অফিস মোড় পর্যন্ত প্রচার অভিযান চালায়। এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন জবালা উড়ান ক্লাবের কিশোরী সদস্যরা।

আরও পড়ুনঃ তৃণমূলের মিছিলে মারামারির ঘটনায় চাঞ্চল্য মাড়গ্রামে

এছাড়াও উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জিয়াগঞ্জ ব্লকের তেঁতুলিয়া পঞ্চায়েতের স্বাস্থ্যকর্মী, মুর্শিদাবাদ থানার স্টাফ, এছাড়াও উপস্থিত ছিলেন জবালা অ্যাকশন রিসার্চ অর্গানাইজেশন এর ব্লক কো-অর্ডিনেটর তোফাজ্জেল হোসেন, অভিভাবক সমূহ, এলাকার বাসিন্দা সমূহ। কিশোরী ও  জবালার প্রতিনিধিরা এলাকার শিশু সুরক্ষা বিষয় এবং শিশুশ্রম এর বিরুদ্ধে বক্তব্য রাখেন। এই ধরনের অনুষ্ঠান এলাকার মানুষের মধ্যে শিশু সুরক্ষা বিষয়ে সচেতনতা গড়ে তুলবে এবং আগামী দিনে শিশুশ্রম এর মতন সমস্যা কমবে, জবালা এ বিষয়ে আশাবাদী।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here