আলো ট্রাস্টের উদ্যোগে কলকাতার শিশির মঞ্চে অনুষ্ঠিত হল “আন্তর্জাতিক সম্মান ২০২১”

0
255

নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ

বহু গুণীজনের উপস্থিতিতে অনুষ্ঠিত হল “আন্তর্জাতিক সম্মান-২০২১” অনুষ্ঠান। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা নিয়ে কাজ করা, কলকাতা কেন্দ্রীক স্বেচ্ছাসেবী সংগঠন আলো ট্রাস্টের উদ্যোগে কলকাতার শিশির মঞ্চে অনুষ্ঠিত হল “আন্তর্জাতিক সম্মান-২০২১” অনুষ্ঠান।

Alo Trust
নিজস্ব চিত্র

এদিনের অনুষ্ঠানে গুণীজন সংবর্ধনা ,কৃতি ব্যক্তিদের সম্মাননা প্রদান এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এছাড়াও এদিন “দিগন্ত” পত্রিকা প্রকাশিত হয়। অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানান আলো ট্রাস্টের চেয়ারম্যান কমল কৃষ্ণ কুইলা। এদিনের অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ডঃ পবিত্র সরকার, কবি ব্রত চক্রবর্তী, কবি দেবাংশু ঘোষ, অভিনেতা শুভদীপ চক্রবর্তী, সঙ্গীতশিল্পী সহেলী চক্রবর্তী, চিত্রশিল্পী কৌশিক হরি, অভিনেত্রী পাপিয়া অধিকারী, সমাজসেবী গৌতম কুমার ভকত, সমাজসেবী রীতা বেরা প্রমুখ।

Ceremony
নিজস্ব চিত্র

এদিনের অনুষ্ঠানে শিক্ষা, সমাজসেবা ও সাংস্কৃতিক ক্ষেত্রে অবদানের জন্য সম্মাননা পান, ডঃ তমাল চক্রবর্তী, অভ্রজ‍্যোতি নাগ, রবিন প্রামানিক, চন্দন শতপথী, সুমন সাহু, বরুন কুমার দাস, গোপাল সাহা, সুদীপ্তা চক্রবর্তী দে, রাজ‍্যশ্রী মন্ডল, দীপান্বিতা সেন খান, পিন্টু সাউ, পারমিতা সাউ গিরি, দীপেশ দে, শ্রীকান্ত লোহার, দীপন সেনগুপ্ত, শিল্পী ঘোষ, প্রিয়া পাতর, অপর্ণা দুবে, দেবাশিস ভট্টাচার্য, পাপিয়া অধিকারী, ছন্দা জানা, রজত কর্মকার প্রমুখ বিশিষ্ট জনেরা।

আরও পড়ুনঃ প্রতিবন্ধীদের নিয়ে লালগোলা ব্লক কমিটির আলোচনা সভা

এদিনের কর্মসূচিতে মনোজ্ঞ নৃত্যানুষ্ঠান উপস্থাপন করেন, সারেঙ্গা মিউজিক কলেজছন্দম ডান্স একাডেমি, স্পন্দন ডান্স গ্রুপের শিক্ষার্থীরা। অনুষ্ঠান সুষ্ঠু ভাবে সম্পন্ন হওয়ার জন্য সবাইকে ধন্যবাদ জানান আলো ট্রাস্টের চেয়ারম্যান কমল কৃষ্ণ কুইলা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here