নিজস্ব সংবাদদাতা,ঝাড়গ্রামঃ

দিনটি শুধু বাংলাদেশের নয়।বাংলা ভাষার।পৃথিবীর যে প্রান্তে যে বাঙালি আছে,তাদের সবারই গর্ব করার দিন একুশে ফেব্রুয়ারি।গর্ব হবেই বা না কেন?পরাধীনতার শিকল ভাঙার শব্দ এই গ্রহে সোনা গিয়েছে গত কয়েক শতকজুড়ে। বিশেষ করে গত শতকে গোটা পৃথিবী ছিল মানুষের মুক্তির শতক। সেই শতকে লেখা
হয়েছিল এক নতুন ইতিহাস।ভাষার জন্য, নিজের মায়ের মুখে শুনে শেখা মাতৃভাষার জন্য তাজা রক্তে ইতিহাস লেখা হয়েছিল এই ভূখণ্ডে। যা চমকে দিয়েছিল বিশ্ববাসীকে।

আরও পড়ুনঃ মুর্শিদাবাদে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন
যার প্রতি সম্মান জানিয়ে রাষ্টপুঞ্জ ২১ ফেব্রুয়ারি দিনটিকে ঘােষণা করেছে ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’।ঝাড়গ্রাম জেলা প্রশাসন ও তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে ২১ শে ফ্রেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়।প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে শুরু হয় আজকের অনুষ্ঠান।তারপর বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে জেলা শাসক আয়েষা রাণী এ,জেলা পরিষদের সভাধিপতি মাধবী বিশ্বাস সহ বিশিষ্ট গুণীজনের উপস্থিত ছিলেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584