নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
শিক্ষামূলক শর্ট ফিল্মের আনন্দ নিল ছাত্র-ছাত্রীরা।পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগের রূপকলা কেন্দ্রের উদ্যোগে ও পশ্চিম মেদিনীপুর জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের ব্যেবস্থাপনায় এবং মেদিনীপুর সদর ব্লকের চুয়াডাঙ্গা হাইস্কুলের সহযোগিতায় চুয়াডাঙ্গা হাইস্কুলের অনুষ্ঠিত হলো একদিনের আন্তর্জাতিক সামাজিক চলচ্চিত্র সম্মেলন।বুধবার চুয়াডাঙ্গা হাইস্কুল পার্শ্বস্থ সভাকক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে সমবেত অতিথিদের উপস্থিতিতে চারাগাছে জল ঢেলে সূচনা করা হয়।
উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন অনুষ্ঠানের অন্যতম অতিথি ভাদুতলা বিবেকানন্দ হাইস্কুলের প্রধান শিক্ষক অমিতেশ চৌধুরী।স্বাগত ভাষণ দেওয়ার পাশাপাশি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা হাইস্কুলের প্রধান শিক্ষক শুভেন্দু সিনহা।উপস্থিত ছিলেন জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক অনন্যা মজুমদার, সমাজকর্মী ও লেখিকা রোশেনারা খাঁন, বিশিষ্ট কবি নির্মাল্য মুখোপাধ্যায়, চুয়াডাঙ্গা হাইস্কুলের সভাপতি গণি ইসমাইল মল্লিক, সহকারী প্রধান শিক্ষক মাতুয়ার মল্লিক প্রমুখ।এছাড়াও এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলার চারজন স্বল্প দৈর্ঘ্যের চলচ্চিত্র পরিচালক পার্থ সারথী সাম, সুমন্ত সাহা, নিসর্গ নির্যাস মাহাতো ও হেমন্ত কুমার।উপস্থিত ছিলেন দুই বিশিষ্ট ফোটোগ্রাফার আজহারুল পাঠান ও সৈকত সিং।জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক অন্যাালা মজুমদার তাঁর বক্তব্যে, এই অনুষ্ঠানের লক্ষ্য ও উদ্দেশ্য উপস্থিত অতিথিবৃন্দ ও ছাত্র-ছাত্রীদের সামনে তুলে ধরেন।এই অনুষ্ঠানে ‘প্রতিবাদ’ এবং ‘ইনসাইডার” নামের দুটি শিক্ষামূলক সল্প দৈর্ঘ্যের চলচ্চিত্র ছাত্র-ছাত্রীদের দেখানো হয়। অনন্যা মজুমদার,রোশোনারা খাঁন, নির্মাল্য মুখোপাধ্যায়, অমিতেশ চৌধুরী সহ চিত্রপরিচালকেরা সিনেমা ও সমাজ বিষয়ক নানা অভিজ্ঞতার কথা ছাত্র-ছাত্রীদের সাথে শেয়ার করেন।
আরও পড়ুনঃ জেলা জুড়ে ভালবাসার অনেক ভাষা
পাশাপাশি ছাত্র-ছাত্রীদের সাথে ঘরোয়া আড্ডার মেজাজে প্রশ্নোত্তরের মাধ্যমে অতিথিরা যেমন ছাত্র-ছাত্রীদের কাছ থেকে নানান বিষয় জেনে নেন তেমনি ছাত্র-ছাত্রীদের নানা জিজ্ঞাসার উত্তর দেন।অনুষ্ঠানে নবম থেকে একাদশ শ্রেণীর ১২৫ জন ছাত্র ছাত্রী অংশ করে।শেষ লগ্নে সমাপ্তি সঙ্গীত পরিবেশন করেন মাতুয়ার মল্লিক।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিক্ষক সুদীপ কুমার খাঁড়া।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584