রাষ্ট্রায়ত্ত সংস্থা বেসরকারি করণের প্রতিবাদে আইএনটিটিইউসি-র স্মারকলিপি

0
84

নিজস্ব সংবাদদাতা, কোচবিহারঃ

এনআরসি, সিএএ এবং রাষ্ট্রায়ত্ত সংস্থা বেসরকারি করণের প্রতিবাদে আইএনটিটিইউসি-এর তরফ থেকে প্রতিবাদ মিছিল সংগঠিত হয়। এর পাশাপাশি এই কালা আইন বাতিল সহ বিভিন্ন দাবি দাওয়া নিয়ে মহকুমা শাসক শেখ আনসার আহমেদের কাছে একটি স্মারকলিপি জমা দেন সংস্থার পক্ষ থেকে।

intuc protest against state owned company | newsfront.co
মিছিল। নিজস্ব চিত্র

এদিন বেলা ১ টা নাগাদ এই প্রতিবাদ মিছিল শহরের বিভিন্ন পথ পরিক্রমা করার পর মহকুমা শাসক করন চত্বরে আসে। এই প্রতিবাদ মিছিলে দিনহাটার বিভিন্ন প্রান্ত থেকে শ্রমিকদের ব্যাপক জমায়েত লক্ষ্য করা যায়।

মিছিলে নেতৃত্ব দেন আই এন টি টি ইউ সি এর জেলার সহ সভাপতি বিশু ধর।উপস্থিত ছিলেন জেলার কার্যকরী সভাপতি পার্থ প্রতীম রায়, বিধায়ক উদয়ন গুহ, শহর ব্লক সভাপতি অজয় রায়, নুর আলম হোসেন সহ অন্যান্য কর্মীবৃন্দরা।

intuc protest against state owned company | newsfront.co
স্মারকলিপি। নিজস্ব চিত্র

এদিনের প্রতিবাদ বিক্ষোভ মিছিল প্রসঙ্গে জেলার কার্যকরী সভাপতি পার্থ প্রতিম রায় তার বক্তব্যে নোট বন্দী থেকে শুরু করে রাষ্ট্রায়ত্ত সংস্থা বেসরকারি করন করা হচ্ছে সে সব তুলে ধরেন।

আরও পড়ুনঃ আলিপুরদুয়ারে চিতার আক্রমণে মৃত্যু কিশোরীর

সি এ এ প্রসঙ্গে তিনি বলেন ভারতের নাগরিককে বার বার কেন তার নাগরিকত্বের প্রমাণ দিতে হবে।তিনি আরো বলেন,কল কারখানা বন্ধ হয়ে যাচ্ছে সেদিক থেকে মানুষের মন সরানোর জন্য নতুন করে আইন পাস করছে কেন্দ্রীয় সরকার।

বিধায়ক উদয়ন গুহ তার বক্তব্যে বলেন, সব ধর্মের মানুষ এই আইনের অধীনে থাকলেও ইসলাম ধর্মের নাগরিক এই আইনের আওতায় নেই,তাই এই আইনের বিরোধীতা তারা করবেন।

তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা উল্লেখ করে কার্যত হুশিয়ারি দিয়ে বলেন আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন পশ্চিমবঙ্গে এই আইন লাগু হলে তাঁর মরদেহর ওপর দিয়ে লাগু করতে হবে।

আরও পড়ুনঃ তুফানগঞ্জে বস্তা থেকে বোমা উদ্ধার, চাঞ্চল্য

বক্তারা তাদের বক্তব্যে বলেছেন তাদের এই প্রতিবাদে সব সম্প্রদায়ের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন এবং শান্তি সম্প্রীতি বজায় রাখার কথা বার বার বলেছেন তারা।

আজকের স্মারকলিপি প্রসঙ্গে মহকুমা শাসক শেখ আনসার আহমেদ বলেন, আইএনটিটিইউসি এর স্মারকলিপি পেলাম বিষয়গুলি খতিয়ে দেখে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলবেন বলেও তিনি জানান।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here