শততম টেস্ট খেলার আগে জাহিরকে ধন্যবাদ দিলেন ইশান্ত

0
69

অঞ্জন চট্টোপাধ্যায়, স্পোর্টস ডেস্কঃ

মোতেরায় খেলবেন কেরিয়ারের শততম টেস্ট। রাহুল দ্রাবিড়ের অধিনায়কত্বে ঢাকায় টেস্ট অভিষেক হয়েছিল বাংলাদেশের বিরুদ্ধে। দেশের মাটিতে বাংলাদেশের বিরুদ্ধেই ২০১৯ সালে প্রথম গোলাপি বলের টেস্টে ইডেনে প্রথম ইনিংসে ৫টি ও দ্বিতীয় ইনিংসে ৪ উইকেট পান। ম্যাচের সেরা হন, হন সিরিজ সেরাও। তেমন পারফরম্যান্সেরই পুনরাবৃত্তি ঘটিয়ে এবার শততম টেস্ট স্মরণীয় রাখতে চান ইশান্ত।

Ishant Sharma | newsfront.co

এদিন তিনি ভার্চুয়াল সাংবাদিক সম্মেলনে ইশান্ত বলেন, “১৪ বছরের ক্রিকেট জীবনে অনেক উত্থান-পতনের সাক্ষী থেকেছি। ফলে একটা কোনও ঘটনাকে বেছে নেওয়া মুশকিল আমার ক্রিকেট কেরিয়ারে। তবে শততম টেস্ট খেলার সুযোগ আসছে ভেবে ভালোই লাগছে। জাহির খানের কাছ থেকে অনেক কিছু খুঁটিনাটি শিখেছি। জাহির ভাই না থাকলে অনেক কিছু সম্ভব হত না।“

Indian Pacer | newsfront.co

প্রসঙ্গত শুধু ইশান্ত নয় জাহির সিনিয়র মেন্টর হিসেবে অনেক জুনিয়রকে সাহায্য করেন। ইশান্ত বলেন, “শততম টেস্ট আমার কেরিয়ারের একটা মাইলস্টোন।“

আরও পড়ুনঃ অশ্বিনের সীমিত ওভারের দলে ঢোকার সম্ভবনা দেখছেন না গাভাসকার

ভারতের প্রাক্তন পেস বোলার কপিল দেব ১৩১ টেস্ট খেলেন ভারতের জার্সিতে। সেই রেকর্ড কি ভাঙতে পারবেন এই প্রশ্নের উত্তরে তিনি জানান, “মাথায় নেই ওই কথা আমি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জিতে বিশ্বকাপ জয়ের স্বাদ পেতে চাই। কারণ আমি প্লেয়ার হিসেবে বিশ্বকাপ জিততে পারিনি তাই এটাই আমার কাছে বড় প্রাপ্তি হবে।“

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here