নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ
বিশ্ব তথা দেশ থেকে করোনাকে হারানোর মরিয়া চেষ্টা কেন্দ্র ও রাজ্য সরকারের। আর এই মারণ ভাইরাসকে হারাবার একটাই উপায় হল ঘরবন্দী জীবন কাটানো। তাই জন্য দেশের প্রধানমন্ত্রী ও সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের স্বপক্ষে, দেশ জুড়ে আজ দ্বিতীয় দফার লকডাউনের তৃতীয় দিন।
কিন্তু লকডাউন চললেও রাজ্যের অনেক জেলাতেই এর প্রভাব তেমন করে পড়তে দেখা যাচ্ছে না। তাই বলে হাল ছাড়েনি স্বাস্থ্য দফতর থেকে শুরু করে জেলা প্রশাসন। নানা ভাবে জেলা জুড়ে সচেতনতার বার্তা দিচ্ছেন তারা। আর এবার রীতিমতো রাস্তায় ছবি এঁকে লকডাউনে মানুষকে বাড়িতে থাকার বার্তা দিল ইসলামপুর থানার পুলিশ।
আরও পড়ুনঃ শিশুমনের অবসাদ কাটাতে অনলাইন ক্যুইজ- অঙ্কন প্রতিযোগীতার ভাবনা পুরসভার
পাশাপাশি ছবি আঁকার মাধ্যমে করোনা সচেতনতায় প্রচারও চালাল তারা। যদিও এর আগে কালিয়াগঞ্জ পুরসভার পক্ষ থেকে এ কাজ করা হয়েছে। তবে স্থানীয় বাস টার্মিনাস সংলগ্ন এলাকায় নিউটাউন রোড ও ৩১ নম্বর জাতীয় সড়কের সংযোগকারী সড়কে ছবি আঁকেন ইসলামপুরের দুই শিল্পী।
পাশাপাশি মানুষকে বাড়িতে থেকে সুস্থ থাকার বার্তাও এর মধ্য দিয়ে দেওয়া হয়। এমনকি এই আল্পনার মধ্য দিয়ে এখানকার মানুষকে লকডাউনের সময়ে বাড়িতে থাকারও আবেদন জানায় ইসলামপুর থানার পুলিশ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584