লকডাউন সফল করতে এলাকায় সকাল থেকে অভিযান পুলিশের

0
57

নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ

লকডাউন সফল করতে সকাল থেকে অভিযান চালালো ইসলামপুর জেলার পুলিশ কর্মীরা। শনিবার ইসলামপুর জেলার পুলিশ সুপার শচীন মাক্কারের নির্দেশে তিনটি টিম তৈরি করে বিভিন্ন জায়গায় অভিযান চালানো হয় বলে জানান তিনি।

police security | newsfront.co
এলাকায় অভিযান পুলিশের। নিজস্ব চিত্র

তবে প্রতিটি টিমে একজন করে ডিএসপি পদ মর্যাদার অফিসার, একজন ইন্সপেক্টর, একজন অফিসার, একজন কনস্টেবল এবং দুজন করে সিভিক পুলিশ ছিলেন। শনিবার সকাল থেকে শুরু হয় এ ধরনের অভিযান। তবে সংশ্লিষ্ট বিষয়টির জন্য আলাদা ভাবে কর্মসূচি নেওয়া হয় বলে জানা গেছে।

police | newsfront.co
নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ জেলায় প্রথমবার করোনা আক্রান্ত হওয়ায় কোয়ারেন্টাইন কেন্দ্র পরিদর্শনে প্রশাসনিক কর্তারা

এর পাশাপাশি এলাকায় এদিন অভিযান চলাকালীন উদ্দেশ্যহীন ভাবে যে সমস্ত টোটো ঘোরাফেরা করছিল, সেই টোটো চালকদের ডেকে সাবধান করা হয়। তবে এখন পর্যন্ত লকডাউন যারা মেনে চলেননি এবং আইন মানেননি, সব মিলিয়ে এমন ১৮১ জনকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে। এমনকি অভিযান চলাকালীন পুলিশ জেলার বিভিন্ন জায়গা থেকে ২৩ টি মোটরবাইক বাজেয়াপ্ত করে এবং এখন পর্যন্ত মোট ৪২ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে।

অন্যদিকে পুলিশের নানান কর্মসূচির মধ্যে এদিন চোপড়া থানা, বিডিও অফিস এবং স্বাস্থ্যকেন্দ্রের ইসলামপুর জেলার পুলিশ পক্ষ থেকে স্যানিটাইজার বিতরণ করা হয়ে বাসিন্দাদের।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here