নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ
ইসলামপুর বাইপাসের কাজ শুরু করল ঠিকাদারি সংস্থা। লকডাউনের আইন মেনেই জাতীয় সড়কের কাজ শুরু হয়েছে।
পৃথিবী জুড়ে করোনা ভাইরাসের থাবায় আক্রান্ত মানুষ। দেশেও লকডাউন চলছে। লকডাউন শুরু হতেই ৩১ নম্বর জাতীয় সড়কের ইসলামপুর বাইপাস রাস্তার কাজ বন্ধ হয়ে যায়। উত্তর দিনাজপুর জেলা গ্রিন জোনের আওতায় থাকায় সরকার বেশ কিছু প্রকল্প চালু করার নির্দেশ দেয়।
আরও পড়ুনঃ শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্থ কৃষি জমি পরিদর্শনে প্রশাসনিক আধিকারিকরা
সেই নির্দেশ পাওয়ার পর ৩১ নম্বর জাতীয় সড়ক বাইপাসের কাজ শুরু করা হয়েছে। প্রকল্প আধিকারিক মহম্মদ আলম জানিয়েছেন, সরকারের সমস্ত নির্দেশ মেনেই বাইপাসের কাজ শুরু হয়েছে। তবে শ্রমিকের সংখ্যা কম থাকায় কাজ ধীর গতিতে এগোচ্ছে।
ইসলামপুর বাইপাসের কাজ প্রায় শেষের দিকে। সামান্য কিছু কাজ বাকি আছে। সেই কাজ সম্পন্ন হলেই ইসলামপুর বাইপাস চালু হয়ে যাবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584