পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর মেডিকেল কলেজে আইসোলেশন সেন্টার

0
52

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ

ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে মহামারী করোনা সংক্রমক রোগীর সংখ্যা। সেই জন্য আপৎকালীন সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা চলছে পুলিশ এবং প্রশাসনের পক্ষ থেকে। দেশ ও রাজ্যের সঙ্গে সঙ্গে জেলার বিভিন্ন হসপিটাল ও বিভিন্ন স্থানে তৈরি করা চলছে আইসোলেশন সেন্টার।

medical college |newsfront.co
নিজস্ব চিত্র

পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর মেডিকেল কলেজে এই আইসোলেশন সেন্টার তৈরি করা হয়েছে।আগামী সপ্তাহে জেলার বিভিন্ন স্থানে করোনা আক্রান্ত রোগীরা প্রাথমিকভাবে এই মেদিনীপুর মেডিকেল কলেজের আইসোলেশন সেন্টারে রাখা হবে। তবে যে হারে দ্রুত এই রোগ চারিদিকে ছড়িয়ে পড়ছে তার জন্য গ্রামীণ হসপিটাল গুলিতেও দু-একটি করে বেডের ব্যবস্থা করা হচ্ছে।

আরও পড়ুনঃ শুরু হলো হোম কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তিদের হাতে ছাপ দেওয়ার কাজ

isolation center | newsfront.co
নিজস্ব চিত্র

সেইমতো পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় ব্লকের মকরামপুরে কুড়িটি শয্যাবিশিষ্ট করোনা আক্রান্ত আইসোলেশন ওয়ার্ড গড়ে তোলার পরিকল্পনা চলছে বলে জানালেন বেলদা স্বাস্থ্য কেন্দ্রের অধিকর্তা ডক্টর আশিস মণ্ডল ও ব্লকের বিধায়ক প্রদ্যুৎ ঘোষ ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here