বিদেশি বিশ্ববিদ্যালয়ে চাকরির নামে প্রতারিত নিধি

0
57

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

জাতীয় স্তরের সংবাদ মাধ্যমের সাংবাদিক নিধি রাজদান সাইবার প্রতারণার শিকার, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে চাকরির টোপ দিয়ে তাঁর ব্যক্তিগত তথ্য হাতিয়ে নিয়েছে প্রতারকেরা টুইট করে জানিয়েছেন সাংবাদিক। এনডিটিভির প্রাক্তন সঞ্চালক এবং বিখ্যাত সাংবাদিক নিধি রাজদান শিকার হলেন সাইবার প্রতারণার। শুক্রবার একটি টুইট করে নিধি জানান।

Nidhi Razdan | newsfront.co
নিধি রাজদান। ফাইল চিত্র

প্রায় ছ’মাস আগে নিধি নিজে সোশ্যাল মিডিয়ায় জানিয়েছিলেন যে এবার তিনি হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করতে যাচ্ছেন।কিন্তু পরে জানতে পারেন যে তিনি আসলে সাইবার প্রতারণার শিকার হয়েছেন। এই ধরনের প্রতারণাকে বলা হয় ফিশিং।

এই ধরণের কাজে জালিয়াতরা বিখ্যাত প্রতিষ্ঠানের নাম করে কারুর কাছে ভুয়ো ই-মেল পাঠায়। কৌশলে তারা সেই ব্যক্তির ক্রেডিট কার্ডের নম্বর অথবা অন্য ব্যক্তিগত তথ্য চুরি করে। নিধি রাজদানের কাছে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের নাম করে চাকরির প্রস্তাবের ই-মেল পাঠিয়েছিল জালিয়াতরা।

কথাবার্তা এগোনোর কিছুদিন পরে নিধি লক্ষ করেন, বিশ্ববিদ্যালয়ের তরফে তাঁর সঙ্গে ঠিকমতো যোগযোগ করা হচ্ছে না। বিশ্ববিদ্যালয়ের চিঠিপত্রে বেশ কিছু অসঙ্গতিও নজরে আসে তাঁর। তবে অতিমারী আবহে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কাজকর্মে সমস্যা হচ্ছে বলেই তখন মনে হয় তাঁর।

আরও পড়ুনঃ টিআরপি কেলেঙ্কারিতে নতুন মাত্রা! সোশ্যাল মিডিয়ায় ফাঁস গোপন হোয়াটসঅ্যাপে চ্যাটের স্ক্রিনশট

টুইটে নিধি জানিয়েছেন, প্রথমে বলা হয়েছিল, ২০২০ সালের সেপ্টেম্বর থেকে তাঁকে কাজে যোগ দিতে হবে। পরে বলা হয়, অতিমহামারীর জন্য ক্লাস শুরু হবে ২০২১ সালের জানুয়ারি থেকে। এর পরে নিধির কাছে বিশ্ববিদ্যালয়ের নামে কিছু ই-মেল আসে যাতে তাঁর সন্দেহ হয়।

আরও পড়ুনঃ রামমন্দির নির্মাণে রাষ্ট্রপতির অনুদান ৫ লক্ষ ১ টাকা

তিনি হার্ভার্ড কর্তৃপক্ষের সঙ্গে যোগযোগ করেন। তারপরেই তাঁর কাছে বিষয়টি স্পষ্ট হয় যে তিনি ফিশিং অ্যাটাকের শিকার হয়েছেন।নিধি বিবৃতি দিয়ে জানিয়েছেন, বাস্তবে হার্ভার্ড থেকে কোনও চাকরির প্রস্তাব তিনি পাননি। যারা ভুয়ো মেল পাঠিয়েছিল, কৌশলে তাঁর ব্যক্তিগত তথ্য চুরি করাই জালিয়াতদের উদ্দেশ্য ছিল। নিধির ই-মেল ও সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টও তাদের নাগালে এসে গিয়েছে।

প্রাক্তন টিভি সঞ্চালক জানান, তিনি পুলিশের কাছে অভিযোগ করেছেন। সমস্ত প্রয়োজনীয় নথিপত্র ও পুলিশকে দিয়েছেন। এছাড়াও তিনি হার্ভার্ড বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকেও পুরো ঘটনা জানিয়েছেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here