নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ
রাজ্যের মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছিলেন কেউ যেন অভুক্ত না থাকে। মুখ্যমন্ত্রীর সেই নির্দেশ মানলেন ইটাহার বিধানসভার বিধায়ক অমল আচার্য্য। তিনি নিজের উদ্যোগে এলাকার প্রায় ৪০ হাজার পরিবারের হাতে খাদ্যসামগ্রী তুলে দিলেন।
তিনি নিজের উদ্যোগে আজ ইটাহারের দুঃস্থ গরীবদের হাতে চাল, ডাল, আলু, সাবান, তেল তুলে দেন। করোনা ভাইরাস সংক্রমন মোকাবিলায় দেশ জুড়ে চলছে লকডাউন। ফলে ইটাহার এলাকার দুঃস্থ গরীব মানুষদের উপার্জন বন্ধ। ফলে চরম সমস্যার মুখে পড়েছেন তাঁরা৷ এলাকার মানুষ যাতে সমস্যার মধ্যে না থাকেন, দেখার নির্দেশ দেন রাজ্যের মুখ্যমন্ত্রী৷
আরও পড়ুনঃ মালদহে সার্ব্বজনীন দুর্গোৎসব কমিটির রক্তদান
সেই নির্দেশে ইটাহারের বিধায়ক অমলবাবু তাঁর বিধানসভায় ১২ টি গ্রাম পঞ্চায়েতের প্রায় ৪০ হাজার পরিবারের হাতে খাদ্যসামগ্রী তুলে দিলেন। বিধায়কের বক্তব্য, এখন মানুষের পাশে থাকা বেশি দরকার। বন্যার সময়ও এই এলাকার মানুষের পাশে তিনি ছিলেন৷ এখনও রয়েছেন৷ ভবিষ্যতেও থাকবেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584